ঢাকা হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় অতিথিরা
ছবি সংগৃহীত

‘গৃহ সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্য মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ মাঠে আজ শুক্রবার এ সভা হয়।

সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সম্মানিত অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সাধারণ সভার সভাপতি ও সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন সবাইকে শুভেচ্ছা জানিয়ে সোসাইটির ৪৫ বছরের ইতিহাসে বর্তমান ব্যবস্থাপনা কমিটির উন্নয়নের নানা প্রকল্পের চিত্র তুলে ধরেন। আগস্টিন পিউরিফিকেশন সোসাইটির উন্নয়ন অগ্রযাত্রায় বর্তমান ব্যবস্থাপনা কমিটিকে যাঁরা সার্বিক সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ১৯৭৭ সালের ১৪ এপ্রিল ২৭ জন নিবেদিত প্রাণ ব্যক্তির প্রচেষ্টার ফসল আজকের এই হাউজিং সোসাইটি। যার মূল লক্ষ্যই ছিল আমরা ‘গৃহ সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ’। বর্তমানে সোসাইটির সম্পদ-পরিসম্পদ প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার উপরে বলে তিনি জানান।

সোসাইটির আবাসন ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরে আগস্টিন পিউরিফিকেশন বলেন, বর্তমানে প্রায় ১০০০ বিঘা জমি কেনা হয়েছে। যার মধ্যে ৪ হাজার ৪৯০টির বেশি প্লট তৈরি করে সদস্যদের মধ্যে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বণ্টন করা হচ্ছে। ১৫৬টি ফ্ল্যাট প্রকল্পে ১ হাজার ৫৯৬টি ফ্ল্যাট তৈরি করে সদস্যদের বসবাসের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, জুয়েল আরেং, ঝর্ণা গ্লোরিয়া সরকার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক তরুণ কান্তি শিকদার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পিএএন মুহাম্মদ আনিছুর রহমান মিয়া, ঢাকা বিভাগের যুগ্ন নিবন্ধক শেখ কামাল হোসেন প্রমুখ।