কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

রাসায়নিক পরিমাপ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আট হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড।অলিম্পিয়াডের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজরমেন্টস’ (বিআরআইসিএম)। ২১ মে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

তিনটি গ্রুপের (অষ্টম-দশম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ, একাদশ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপ এবং স্নাতক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘গ’ গ্রুপ) মাধ্যমে গত ১২ ফেব্রুয়ারি অনলাইনে অনুষ্ঠিত হয় অলিম্পিয়াডের প্রথম পর্ব। প্রথম পর্বের নির্বাচিত ১৫০ জনকে নিয়ে গত ২৩ এপ্রিল অনলাইনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্ব।

২১ মে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তিনটি গ্রুপ থেকে তিনজন করে নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে একটি করে ল্যাপটপ, ট্যাব ও ই-বুক রিডার পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড-২০১৯-এর নির্বাচিত মেট্রোলজিস্ট মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী নুসরাত-ই-জাহানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান আফতাব আলী শেখ এবং আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত ফেরদৌসী কাদরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরআইসিএমের মহাপরিচালক মালা খান।
অলিম্পিয়াডের অংশগ্রহণকারী সব প্রতিযোগী ও স্বেচ্ছাসেবককে সনদ দেওয়া হয়। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে নির্বাচিত ১৫০ জন প্রতিযোগীকে একটি করে ক্যালিব্রেটেড ল্যাকটোমিটার ও থার্মোমিটার দেওয়া হয়। প্রতিযোগীরা পরবর্তী এক বছর এগুলো ব্যবহার করে তাদের পরিবার ও পরিপার্শ্বে নিত্যব্যবহার্য পণ্যের পরিমাপের সঠিকতা যাচাই করতে পারবে। পরের বছর কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডে ব্যবহারকারীদের মধ্য থেকে সর্বোচ্চ মান অর্জনকারীকে সম্মাননা প্রদান করা হবে।

রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষার জাতীয় রেফারেন্স প্রতিষ্ঠান বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজরমেন্টস (বিআরআইসিএম) প্রতিষ্ঠিত হয় ২০১২ সালের ১০ জুন। বিআরআইসিএম পরিমাপবিজ্ঞানের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজরসের এবং এশিয়া-প্যাসিফিকের আঞ্চলিক সংস্থা এশিয়া-প্যাসিফিক মেট্রোলজি প্রোগ্রামের সদস্য। রেফারেন্স সেবা ছাড়াও পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ, চিকিৎসা, রেফারেন্স ম্যাটেরিয়ালস উৎপাদন ও সরবরাহ করা, ল্যাবরেটরি মান ব্যবস্থাপনা, রাসায়নিক পরিমাপবিজ্ঞান–সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা বিআরআইসিএমের অন্যতম প্রধান কাজ।