ব্লু বার্ড স্কুলে মেহেদি উৎসব
ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে ব্লু বার্ড শিক্ষার্থীদের নিয়ে মেহেদি উৎসব আয়োজন করে ব্লু বার্ড স্কুল। আজ শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় আয়োজনটি শুরু হয়। উৎসবে অংশ নেয় অর্ধশতাধিক শিক্ষার্থী।
৮ম শ্রেণির শিক্ষার্থী সামান্তা সুলতানা উচ্ছ্বাস প্রকাশ করে বলে, বাসায় মেহেদি দেওয়া আর সবার সঙ্গে মেহেদি দেওয়ার মজাই আলাদা।
ঈদের ছুটিতে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর একে অপরের সঙ্গে দেখা নেই, মেহেদি উৎসব যেন সবার মিলনমেলায় পরিণত হলো। প্রিয় বন্ধুকে মেহেদি রাঙানোর পাশাপাশি আড্ডাটাও জমে উঠল। হাইস্কুল প্রাঙ্গণে একে একে জড়ো হয় বিভিন্ন শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী। মায়ের হাত ধরে টুকটুক করে আদিবও এল মেহেদি উৎসবে অংশ নিতে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওয়াহিদা বিনতে আমিন বলেন, ‘কয়েক বছর ধরে আমাদের একটি নিয়মিত আয়োজনে পরিণত হয়েছে মেহেদি উৎসব। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আনন্দ দেয়।’
লেখা: নাহিদ হোসাইন, শিক্ষক, ব্লু বার্ড স্কুল, ভৈরব, কিশোরগঞ্জ।
‘নাগরিক সংবাদ’-এ নানা সমস্যা, জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]