যশোর ক্যান্টনমেন্ট কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
যশোর ক্যান্টনমেন্ট কলেজের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার কলেজ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নুসরাত নুর আল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর অঞ্চল এবং প্রধান পৃষ্ঠপোষক, ক্যান্টনমেন্ট কলেজ যশোর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামলী হায়দার ইমদাদ, সভাপতি, যশোর লেডিস ক্লাব, সিলভার বেল চিলড্রেন ক্লাব এবং সেপকস যশোর এরিয়া।
কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাঁদের বিজ্ঞানভিত্তিক চিন্তা, সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন। সেই সঙ্গে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে তাঁরা যেন খুদে বিজ্ঞানী হয়ে গড়ে উঠতে পারেন এই বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলাটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে ৩টা পর্যন্ত চলে। ছাত্রছাত্রীরা তাঁদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি–সম্পর্কিত বিভিন্ন বিষয় বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরেন। মেলায় শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন স্টল স্থাপন করা হয়। এসব স্টলে আধুনিক মহানগরী, সৌরজগৎ, মহাআকাশ, পরিবেশ দূষণরোধ, হাইড্রলিক ব্রিজ, জিরো ট্রাফিক জ্যাম ইন্টারসেকশন, ডিজিটাল ভিলেজ, বজ্রপাতের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন, ওয়ারলেজ ইলেকট্রিসিটি, রিনিউয়েবল এনার্জি ও সৌরবিদ্যুৎ সিস্টেমসহ নানা আকর্ষণীয় প্রদর্শনী উপস্থাপন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলাটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে। এ সময় শিক্ষার্থী-অভিভাবক ও বিভিন্ন অতিথিদের পদভারে কলেজ আঙিনা ও মাঠ মুখরিত হয় এবং সবার মধ্যে এক নতুন উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়।
অনুষ্ঠানে আসা অভিভাবকেরা তাঁদের সন্তানদের এমন বিজ্ঞানমনস্ক হিসেবে তৈরি করার জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অল্প সময়ের প্রস্তুতিতে শিক্ষার্থীদের উপস্থাপিত ৫৪টি প্রকল্পের প্রায় সব কটিই ছিল মনোমুগ্ধকর। বিজ্ঞান চর্চায় তাঁদের এই আগ্রহ—মেধা ও মননে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই সবাই আশা ব্যক্ত করে। এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মোবাইল ও গেমস আসক্তি এবং অবাঞ্ছিত আড্ডা এবং মাদক থেকে বেরিয়ে সৃজনশীল পড়াশোনা এবং বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করবে বলে সবার বিশ্বাস।
মেলায় উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিসহ অনান্য সবাই বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীরা তাঁদের কাছে তাঁদের তৈরি প্রকল্পের কাজ ব্যাখ্যা করে এবং নির্বাচিত সেরা ১০ প্রকল্পের নির্মাতাদের পুরস্কার প্রদান করা হয়।
*লেখক: সায়েক আহমেদ সজীব, প্রভাষক, ইংরেজি বিভাগ, ক্যান্টনমেন্ট কলেজ যশোর, যশোর