দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু পেল স্কুলের পোশাক
প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলের পোশাক বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াতল বাংলাদেশ’–এর আয়োজনে রাজধানী ঢাকার এসওএস শিশু পল্লীর অডিটরিয়ামে সম্প্রতি এ আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা মামনুন হাসান ইমন, সাখাওয়াত হোসেন নিরবসহ অনেকে।
এতে সভাপতিত্ব করেন ‘ছায়াতল বাংলাদেশ’–এর উপদেষ্টা ‘শবনম সাথী’। ‘ছায়াতল বাংলাদেশ’ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য, কর্মমুখী প্রশিক্ষণসহ নানা কাজ করে যাচ্ছে।
পাশাপাশি ‘আনন্দ মেলা লস অ্যাঞ্জেলস’ আমেরিকার ক্যালিফোর্নিয়া সিটির একটি সামাজিক সংগঠন। সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়া দেশের দুস্থ ও অসহায় মানুষের সেবায় কাজ করে। সংস্থার প্রতিষ্ঠাতা খান এম আলী প্রবাসে অবস্থান করেও সার্বক্ষণিক এসব পিছিয়ে পড়া শিশুদের খোঁজখবর নেন।
নতুন স্কুলের পোশাক পেয়ে শিশুরা খুবই উচ্ছ্বসিত। সাংস্কৃতিক, পুরস্কার বিতরণসহ নানা সব আয়োজন দিয়ে পরিপূর্ণ ছিল পুরো সময়। বিজ্ঞপ্তি