ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ‘সাবাংগী’ প্ল্যাটফর্মে বছর শেষের ছাড়ের মেলা

বছরের শেষে বড় বড় বিপণিবিতানে চলছে বছর শেষের ছাড় (ফ্ল্যাশ সেল বা স্টক ক্লিয়ারেন্স সেল)। অর্থাৎ সংগ্রহে থাকা নানা পণ্যে ছাড় দিয়ে নতুন বছর নতুনত্ব দিয়ে শুরু করা। ব্যবসার এই নীতি থেকে বাদ যাচ্ছেন না অনলাইনভিত্তিক উদ্যোক্তারাও।

দেশের ক্ষুদ্র জাতিসত্তার উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম সাবাংগী। এ প্ল্যাটফর্মের উদ্যোক্তারা একসঙ্গে মিলে বছর শেষে ছাড়ের মেলায় মেতে উঠছেন ফেসবুকে তাঁদের নিজস্ব গ্রুপে। মেলা শুরু হয়েছে ২৫ ডিসেম্বর থেকে। এটি চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

সাবাংগী অনলাইন প্ল্যাটফর্মে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্ষুদ্র জাতিসত্তার উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাঁদের পণ্যের প্রচারণা চালান একসঙ্গে। চাকমাদের ‘পিনোন হাদি’ থেকে শুরু করে গারোদের দকমান্দা, মনিপুরী শাড়ি, অলংকার, সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে তৈরি টি–শার্ট, নিজস্ব পোশাক, হস্তশিল্প পণ্য, বেকারি, কৃষিপণ্য, ঘরে তৈরি খাবার এবং আরও অনেক কিছু পাওয়া যায় এই প্ল্যাটফর্মে। এখন সাবাংগীতে অনলাইন মেলায় সব কটি পণ্যের ওপর আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রয়েছে।