দ্বিতীয় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা, বিতর্কের মঞ্চে সম্প্রীতির বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত হলো ‘২য় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’। গত বছরের ধারাবাহিকতায় সৌহার্দ্যের আলো ছড়াতে এই বিতর্ক উৎসবের আয়োজন করে জগন্নাথ হলের বিতর্ক-একটি তার্কিক সংগঠন। প্রতিযোগিতায় অংশ নেয় সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৬২টি দল।

‘২য় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’ শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হয় গত ২৮ নভেম্বর। ওই দিন স্কুল-কলেজ পর্যায়ের বিতর্কে ২৬টি দল অংশ নেয়। উৎসবের দ্বিতীয় দিন, ৩০ নভেম্বর আয়োজিত বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশ নেয় ৩৬টি দল।

প্রতিযোগিতায় বৈশ্বিক ও জাতীয় পরিপ্রেক্ষিত বিবেচনায় প্রাসঙ্গিক বিষয়বস্তু নিয়ে প্রাণবন্ত বিতর্কে মাতেন বিতার্কিকেরা। ৮ ডিসেম্বর জগন্নাথ হল প্রাঙ্গণে আয়োজিত হয় ২য় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা ২০২৪–এর সমাপনী বিতর্ক। বিতর্ক উৎসবের কলতানে জগন্নাথ হল ছড়িয়ে দিতে চায় সম্প্রীতির বার্তা।

আয়োজনের আন্তস্কুল-কলেজ (স্কুল) পর্যায়ের চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। এ দলের তার্কিকেরা হলো আপন, আফনান ও আবেদীন হাসান মিরাজ। রানার্সআপ হয় যশোর জিলা স্কুল। যশোর জিলা স্কুলের হয়ে বিতর্ক করে শেখ মুশফিক, রুদ্র রয় ও শুভজিৎ। স্কুল পর্যায়ের ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ হয় চ্যাম্পিয়ন দলের আবেদীন হাসান মিরাজ।

আন্তস্কুল-কলেজ (ওপেন) পর্যায়ের বিতর্কে চ্যাম্পিয়ন বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলো মুস্তাভি আসাব বিহন, আদিত্য ও আবদুল্লাহ আল মাসুম। আর রানার্সআপ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ। এ দলের সদস্যরা হলো মাহির হাসান, মাসরিকা জেবীন সোহানী ও মো. সাজ্জাদুল ইসলাম। যৌথভাবে এই পর্যায়ের ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ হওয়ার গৌরব অর্জন করে আবদুল্লাহ আল মাসুম ও সাবিত মোহাম্মদ নিহাল। ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ হয় চ্যাম্পিয়ন দলের আবদুল্লাহ আল মাসুম।

আন্তক্লাব (বিশ্ববিদ্যালয়) পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দল বিএইউডিএস শিবলী। বিএইউডিএস শিবলী–এর হয়ে বিতর্ক করেন কৌশিক, মাশরুল আহসান ও আশিকুজ্জামান শুভ্র। রানার্সআপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেইউডিএস সংশপ্তক দল। জেইউডিএস সংশপ্তক দলের সদস্য মিরাজ বিশ্বাস, শেখ মোহাম্মদ মুয়াজ ও অভিষেক শর্মা। এ পর্যায়ের ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ হওয়ার গৌরব অর্জন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিষেক শর্মা এবং ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ হওয়ার গৌরব অর্জন করেন চ্যাম্পিয়ন দলের আশিকুজ্জামান শুভ্র।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিতর্ক-একটি তার্কিক সংগঠনের সভাপতি প্রত্যয় ঘোষ। সঞ্চালনা করেন বিতর্ক-একটি তার্কিক সংগঠনের সাধারণ সম্পাদক রাতুল চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, জগন্নাথ হলের আবাসিক শিক্ষক শিমুল হালদার, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি।

২য় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা ২০২৪–এর মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন, টি–শার্ট পার্টনার ছিল এমব্রেলা এবং স্ন্যাকস পার্টনার ছিল নেসলে বাংলাদেশ। বিজ্ঞপ্তি