শিক্ষা আইটি লিমিটেডের উদ্যোগে ইফতার সন্ধ্যা
প্রযুক্তিপ্রতিষ্ঠান শিক্ষা আইটি লিমিটেডের উদ্যোগে এক ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার সন্ধ্যার আয়োজন করা হয়েছিল গতকাল শুক্রবার। সিরাজগঞ্জের স্কাই ভিউ রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল মতিন মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনুইন সোশ্যাল এন্টারপ্রাইজের জেলা কো-অর্ডিনেটর মো. জহুরুল ইসলাম ভুট্টো, প্রথম আলোর জেলা প্রতিনিধি আরিফুল গণি লেমন।
শিক্ষা আইটি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান আর্থিক কর্মকর্তা মো. জুলহাস, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বিপণন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর মোহাম্মদ, প্রধান পরিচালন কর্মকর্তা জয় চৌধুরী, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. বিপ্লব হাসান, প্রধান কনটেন্ট কর্মকর্তা মো. সাকলাইন ইসলাম তালুকদার, পরিচালক মো. হাফিজুর রহমান, আমিনুল ইসলাম, মো. আহাদ ইসলামসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল মতিন মুক্তা বলেন, ‘দেশের বেকার সমস্যা দূরীকরণ ও বাংলাদেশকে প্রযুক্তিতে এগিয়ে নিতে নতুন এই বাংলাদেশকে প্রযুক্তির বাংলাদেশ ২.০ হিসেবে গড়ে তুলতে শিক্ষা আইটি লিমিটেডের তরুণ উদ্যোক্তারা যে কর্মপরিকল্পনা নিয়েছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি তাদের উদ্যোগের প্রশংসা করি এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।আশা করি, উপস্থিত সবাই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তাদের পাশে থাকবেন।’
‘নাগরিক সংবাদ’-এ নানা সমস্যা, জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভবিষ্যৎ সফলতার জন্য শুভকামনা জানান ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
শিক্ষা আইটি লিমিটেড প্রযুক্তির মাধ্যমে দেশের যুবসমাজকে দক্ষ করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।