শিশু বিকাশে বিশেষায়িত সেবাকেন্দ্র ‘নার্চার নেস্ট’-এর যাত্রা শুরু

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য রাজধানীর ধানমন্ডিতে চালু হয়েছে বিশেষায়িত সেবাকেন্দ্র নার্চার নেস্ট। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের সপ্তম তলায় অবস্থিত সেবাকেন্দ্রটি উদ্বোধন করেন মনোরোগ বিশেষজ্ঞ ও শিশু নিউরোলজির চিকিৎসকেরা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক এম এ সালামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মোরশেদ। বাংলাদেশের প্রেক্ষাপটে এ সেবাকেন্দ্রের প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নার্চার নেস্টের স্বপ্নদ্রষ্টা মনোরোগ বিশেষজ্ঞ এম এস আই মল্লিক। প্রধান অতিথি হিসেবে অধ্যাপক হেদায়েতুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক মো. ফারুক আলম, অধ্যাপক মো. নিজাম উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক কামরুল হাসান, অধ্যাপক নাহিদ মাহিজাবিন মোরশেদ ও মো. মাহবুবুর রহমান। এ সময় অন্যদের মধ্যে ছিলেন অধ্যাপক মহসিন আলী শাহসহ আরও অনেকে।

নার্চার নেস্ট বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডের (বিপিসিএল) তত্ত্বাবধানে পরিচালিত স্বয়ংসম্পূর্ণ শিশু বিকাশ কেন্দ্র।