মাগুরায় অনুষ্ঠিত হয়ে গেল বিতর্ক উৎসব
‘মোহনীয় মাগুরা হাসে, যুক্তির উষ্ণ উচ্ছ্বাসে’ স্লোগানে ২১ জানুয়ারি শনিবার জেলার আছাদুজ্জামান অডিটরিয়ামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘এমআইডিএস বিতর্ক উৎসব ২০২৩’। মাগুরার বিতর্কচর্চা সংগঠন মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (এমআইডিএস) আয়োজনে ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) সহযোগিতায় এ উৎসবের শুরু হয় শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য বিতর্ক শোভাযাত্রার মাধ্যমে।
আয়োজনের সঞ্চালনা করেন এনডিএফ বিডি ও রেক্টর, এনডিএফ বিডি ডিবেট অ্যান্ড ক্যারিয়ার স্কুলিংয়ের মহাপরিচালক এম আলমগীর।
এমআইডিএস বিতর্ক উৎসব ২০২৩–এর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে বক্তব্য দেন এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব, বিশিষ্ট লেখক মমতাজ বেগম ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (এমআইডিএস) প্রধান উপদেষ্টা শাখারুল ইসলাম শাকিল। স্বাগত বক্তব্য দেন এমআইডিএসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাহিদুর রহমান দুর্জয়।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিদের হাতে উৎসবের উপহার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সমবেত জাতীয় সংগীত ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বিতর্ক উৎসবের মূল আয়োজন শুরু হয়।
এমআইডিএসের শিশু সদস্যদের অংশগ্রহণে বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত ব্যক্তিদের চরিত্র নিয়ে শিশু বিতর্ক প্রদর্শিত হয়। শিশুরা তাদের বক্তব্যে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস, ফুটবলার লিওনেল মেসি, টেনিস তারকা মারিয়া শারাপোভা, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, টেসলার মালিক ইলন মাস্ক, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই, অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও ক্রিকেটার সাকিব আল হাসানের চরিত্র ফুটিয়ে তোলে এবং প্রমাণ করে বর্তমান বিশ্বে কার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। শিশুবিতর্কটি পরিচালনা করেন এনডিএফ বিডি খুলনা অঞ্চলের মডারেটর তাকদীরুল গণী।
এরপর স্কুল সনাতনী বিতর্ক প্রদর্শনী হয়। ‘দেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয়; মানসিকতাই প্রধান অন্তরায়’ বিষয়ের পক্ষে মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বিপক্ষে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় অংশগ্রহণ করে। এ বিতর্কের মডারেটরের দায়িত্ব পালন করেন এনডিএফ বিডির বাগেরহাট জেলা সমন্বয়ক আবিদা চুমকি।
অংশগ্রহণকারীদের মধ্যে ইংলিশ পাবলিক স্পিকিং কমপিটিশন হয় ‘বিয়িং ইয়াং ইজ ওভাররেটেড’ বিষয়ে। বিচারকের দায়িত্ব পালন করে এনডিএফ বিডি খুলনা অঞ্চলের প্রতিনিধিরা। বিকেলে মঞ্চস্থ হয় আঞ্চলিক ভাষার বিশেষ রম্য বিতর্ক।