‘প্রাথমিক টিচার্স ইনস্টিটিউটগুলোকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেছেন, দেশের প্রাথমিক টিচার্স ইনস্টিটিউটগুলোকে (পিটিআই) ঢেলে সাজানোর চেষ্টা চলছে। মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। দেশের সবচেয়ে বড় শিক্ষা পরিবার প্রাথমিক শিক্ষা পরিবার। সেই পরিবারকে আজ থেকে নিজের পরিবার মনে করবেন। মনে রাখবেন, চাকরিজীবনে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। সেটা মেনে চলবেন।
আজ শনিবার ঢাকায় মিরপুরে প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে নবনিযুক্ত পিটিআই ইনস্ট্রাক্টরদের (সাধারণ) ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে শাহ রেজওয়ান হায়াত এসব কথা বলেন।
মহাপরিচালক আরও বলেন, প্রাথমিক শিক্ষার ব্যাপক পরিবর্তন হচ্ছে। মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, সুসজ্জিত বিদ্যালয়, সুন্দর একাডেমিক ভবন তৈরি হচ্ছে। আরও পরিবর্তন হবে নবনিয়োগপ্রাপ্তদের দ্বারাই। নিজ উদ্যোগে চাইলেই ছোট ছোট পরিবর্তন সম্ভব। যে ইতিবাচক পরিবর্তন নিজের পাশাপাশি প্রশিক্ষনার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় আধুনিক বিশ্বের সঙ্গে এগিয়ে যাবেন।
প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহ আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার দাশ, ঢাকা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান।
মো. শাহ আলম বলেন, সময়ের সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, হবে। চাকরিজীবনে অন্যদের কথায় কান না দিয়ে নিজের বিবেক দিয়ে চিন্তাভাবনা করে কাজ করবেন। বলবেন কম, শুনবেন বেশি। যেকোনো প্রশিক্ষণকে উপভোগ করতে শিখবেন। প্রতিটি সেশান মন দিয়ে করবেন।
লেখক: নবনিযুক্ত ইনস্ট্রাক্টর জেনারেল, কুমিল্লা পিটিআই