চারণিকের ‘গণ–অভ্যুত্থান ২০২৪’ সংখ্যার মোড়ক উন্মোচন

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়ামে গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে চারণিক সাহিত্য পত্রিকার ‘গণ-অভ্যুত্থান ২০২৪’ সংখ্যার মোড়ক উন্মোচন ও মনিরা মিঠির পরিবেশনায় ‘কবিতা কণ্ঠে গণমানুষ’ শিরোনামে একক আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজবিষয়ক কাগজ চারণিকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথম পর্বে মোড়ক উন্মোচনে উপস্থিত থেকে আলোচনা করেন দেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির, লেখক, গবেষক আলতাফ পারভেজ ও উন্নয়নকর্মী ফেরদৌসি রিতা।

চারণিক সম্পাদক মাহমুদুল হক আরিফের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মোড়ক উন্মোচনের আগে আলোচকেরা ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানের নানা দিক নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন। তাঁরা বলেন, গণ–আন্দোলনের ইতিহাস রচনায় এই পত্রিকা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘প্রতিদিনই আমাদের অনেক উদ্বেগের সঙ্গে অপেক্ষায় থাকতে হয় দেশের পরিস্থিতির আবার কি–না–কি অবনতি ঘটে। এর সমাধান নিয়ে আমাদের ভাবতে অনেক সময় চলে যাচ্ছে।’

নিউ এজ সম্পাদক নূরুল কবির তাঁর আলোচনায় আশঙ্কা ব্যক্ত করে বলেন, আদিবাসী জনগোষ্ঠী পৃথিবীব্যাপী এখন ভীষণ স্পর্শকাতর বিষয়। তিনি মনে করেন, আদিবাসীদের ওপর সম্প্রতি সংঘটিত হামলার ঘটনা সরকারকে প্রশ্নের মুখে ফেলবে। বর্তমান সরকারের প্রতি তিনি যেমন আশাবাদ ব্যক্ত করেন, তেমনি বস্তুনিষ্ঠ সমালোচনার মাধ্যমে এই সরকারকে ব্যর্থতার হাত থেকে রক্ষা করার গুরুত্বও তুলে ধরেন।

মোড়ক উন্মোচন পর্ব শেষে ‘কবিতা কণ্ঠে গণমানুষ’ শিরোনামে একক আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী মনিরা মিঠি। বিজ্ঞপ্তি