মালয়েশিয়ায় জেসিআই ঢাকা ফাউন্ডার্সের দ্বিতীয় আন্তর্জাতিক রিট্রিট ও সাধারণ সভা অনুষ্ঠিত
জেসিআই ঢাকা ফাউন্ডার্স তাদের দ্বিতীয় আন্তর্জাতিক রিট্রিট ও সাধারণ সভা (জিএমএম) মালয়েশিয়ায় আয়োজন করেছিল। এ আয়োজনে বাংলাদেশ থেকে ৪৫ জনের বেশি উদ্যোক্তা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কর্ণধার অংশগ্রহণ করেন। গত ২৫ এপ্রিল শুরু হওয়া এই সফর মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ববিষয়ক আলোচনা, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে। প্রতিনিধিদলটি ২০২৫ জেসিআই মালয়েশিয়া এরিয়া নর্থ কনভেনশনে অংশগ্রহণ করে, যা বাংলাদেশের কোনো স্থানীয় জেসিআই চ্যাপটারের অন্যতম সফল আন্তর্জাতিক অংশগ্রহণ।
জেসিআই ঢাকা ফাউন্ডার্স মূলত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) নামের একটি আন্তর্জাতিক সংগঠনের অংশ, যেখানে ১৮-৪০ বছর বয়সী তরুণ এবং সক্রিয় নাগরিকেরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করেন। জেসিআই ঢাকা ফাউন্ডার্স অন্য সংগঠনগুলো থেকে কিছুটা আলাদা—এ সংগঠনের সদস্যরা সবাই উদ্যোক্তা, যাঁরা নেতৃত্ব, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের মাধ্যমে একে অপরকে ও সমাজকে এগিয়ে নিতে একত্রে কাজ করেন।
দেশের বদলে বিদেশে সাধারণ সভা আয়োজন এবারই প্রথম নয়। ৬৫+ সদস্যের এই সংগঠন ২০২৪ সালে নেপালের পোখরায় প্রথম আন্তর্জাতিক রিট্রিট আয়োজন করেছিল, যা জেসিআই বাংলাদেশের ইতিহাসে প্রথম বিদেশে আয়োজিত জিএমএম (GMM) হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করেছিল।
জেসিআই ঢাকা ফাউন্ডার্স ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট এস এম মেহেদী হাসান, জেসিআই বাংলাদেশের জাতীয় ভাইস প্রেসিডেন্ট নাহিদ হাসান এবং বেশির ভাগ বোর্ড সদস্য ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
ছবি: বিজ্ঞপ্তি
‘নাগরিক সংবাদ’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]