এমবিএ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ব্যাচ কো–অর্ডিনেটরদের সম্মিলন ঢাকায় অনুষ্ঠিত

রাজধানীর একটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো এমবিএ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ব্যাচ কো–অর্ডিনেটরদের বিশেষ সম্মিলন। প্রাক্তন শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে পেশাগত উন্নয়ন, অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী ও জেনারেল সেক্রেটারি এ এন এম ওয়াজেদ আলী, সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান ফারুকী এবং সাইফুল হক ভূঁইয়া, মুতাসিম বিল্লাহ, অধ্যাপক আনোয়ার কবির রুমি, এম এ আউয়াল, ইকবাল হোসেন রানা, নূর মোহাম্মদ বাবু, তানজিম মোস্তফা জাওয়াদ এবং জামিল আকতার জুয়েল। উপস্থিত বক্তারা তাঁদের পেশাগত অভিজ্ঞতা ও অর্জন শেয়ার করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অ্যাসোসিয়েশনের সংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দিনের মূল প্রবন্ধ। ‘অ্যাসোসিয়েশনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কৌশল’ শিরোনামে তাঁর উপস্থাপনায় অ্যাসোসিয়েশনের সফল পথচলা, বর্তমান অবদান এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরা হয়। তিনি পেশাগত উৎকর্ষ, উদ্ভাবনী চিন্তা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি অ্যাসোসিয়েশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সম্মিলনের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল অ্যাসোসিয়েশনের ডিজিটাল নেটওয়ার্কিং টুলস এবং নতুন ওয়েবসাইটের উদ্বোধন। এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের দক্ষতা উন্নয়ন, সম্পদ ভাগাভাগি এবং কর্মজীবনে অগ্রগতির সুযোগ পাবেন।

অ্যাসোসিয়েশনের সহকারী অর্থসম্পাদক জাহেদুর রহমান তাঁর আর্থিক প্রতিবেদন উপস্থাপনার মাধ্যমে অ্যাসোসিয়েশনের কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহি প্রদর্শন করেন। তিনি ভবিষ্যতে স্নাতক উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের কৌশল এবং নতুন উদ্যোগের পরিকল্পনা তুলে ধরেন। বিজ্ঞপ্তি