গভ. ল্যাবরেটরি হাইস্কুল রাজশাহী: এসএসসি ১৯৯৯ ব্যাচের ২৫তম বর্ষপূর্তি উদ্‌যাপন

রাজশাহীর গভ. ল্যাবরেটরী হাই স্কুলের এসএসসি ১৯৯৯ ব্যাচ উদযাপন করে তাঁদের ২৫ বছরের বন্ধুত্বের মাইলফলকছবি: বিজ্ঞপ্তি

রাজশাহী শহরে ২৫ ও ২৬ ডিসেম্বর ছিল উৎসবমুখর এক পরিবেশ। গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এসএসসি ১৯৯৯ ব্যাচ উদ্‌যাপন করল তাদের ২৫ বছরের বন্ধুত্বের মাইলফলক। দুই দিনব্যাপী এই আয়োজন স্কুলজীবনের স্মৃতিকে আবারও নতুন করে পুনর্জীবিত করার প্রয়াস।

আয়োজন শুরু হয় এক রঙিন বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। ৩৫টি রিকশার সারি, ব্যাচের প্রাক্তনদের হাসিমুখ আর শহরের পথজুড়ে ছড়িয়ে থাকা উচ্ছ্বাস যেন রাজশাহীকে মনে করিয়ে দিল সেই দিনগুলোর কথা, যখন তাঁরা ছিল অদম্য কিশোর। স্কুল প্রাঙ্গণে শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণায় মেতে ওঠেন সবাই। স্যার-ম্যাডামদের সঙ্গে দেখা হওয়া, তাঁদের স্নেহমাখা কথাগুলো ও হারিয়ে যাওয়া দিনগুলোর গল্প যেন সময়কে ফিরিয়ে আনে।

রাতের আয়োজনটি ছিল একেবারে ভিন্ন মাত্রার। শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এসব পারফরম্যান্সে ফুটে ওঠে তাঁদের প্রতিভা আর স্কুলজীবনের অনাবিল আনন্দ। স্কুলের দিনগুলোর হাসিঠাট্টা, ছোট ছোট ভুলভ্রান্তি আর একসঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন আবার নতুন করে জীবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসায় ভরা। বন্ধুত্বের বন্ধন নতুন করে দৃঢ় হলো, আর সবাই ফিরে পেলেন নিজেদের শৈশবের সেই সোনালি দিনগুলোর স্বাদ।