পাহাড়ের ক্রাংসিপাড়ায়

বান্দরবানের আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের গ্রাম ক্রাংসিপাড়া। আলীকদম বাজার থেকে অর্ধেক পথ যেতে হয় নৌকায়, বাকি অর্ধেক হেঁটে। কিন্তু আমরা যেদিন যাই, সেদিন পানি কম থাকায় নৌকা যেতে পারেনি। অগত্যা সবটুকু রাস্তা হেঁটেই যেতে হয়েছে। এই গ্রামে বসবাস করে ২৪টি ম্রো পরিবার। আমাদের বন্ধু ইয়াংগান ম্রোর সঙ্গে কয়েক দিন আগে ঘুরে এলাম শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে থাকা এই সুন্দর ম্রো গ্রামটি।

১ / ১৫
আলীকদম থেকে মেঠো পথে যাত্রা শুরু ক্রাংসিপাড়ার উদ্দেশে
২ / ১৫
পানিপথে আমাদের এগিয়ে যাওয়া
৩ / ১৫
দুই পাহাড়ের মাঝ দিয়ে সরু রাস্তা
৪ / ১৫
আমাদের এক সহযাত্রী
৫ / ১৫
প্রায় তিন ঘণ্টা হাঁটার পরে ক্রাংসিপাড়ায় পৌঁছালাম
৬ / ১৫
ভেলা বানিয়ে বাঁশ গন্তব্যে নিয়ে যাওয়া
৭ / ১৫
ম্রোদের পানি রাখার বিশেষ পাত্র—তুইয়িয়া
৮ / ১৫
বিশেষ ঝুড়ি ‘তুই তং পাড়’-এ ‘তুইয়িয়া’নেওয়ার প্রস্তুতি
৯ / ১৫
ম্রো নারীর পানি সংগ্রহ
১০ / ১৫
বিশেষ ঝুড়ি নিয়ে ম্রো নারীর বাড়িফেরা
১১ / ১৫
পাহাড়ি ছড়া—খাবার পানির একমাত্র উৎস
১২ / ১৫
জুমের উৎপাদিত তুলা
১৩ / ১৫
ক্রাংসিপাড়া থেকে ফিরে আসার পথে স্বচ্ছ পানির উৎস —‘তুই ক’
১৪ / ১৫
নদীতে একমাত্র বাহন বিশেষ ইঞ্জিনচালিতক নৌকা
১৫ / ১৫
নদীর পানি কমে যাওয়ায় ফেরার পথে অনেক সময় নৌক ঠেলতে হয়