পাঠকের ছবি

১ / ৮
শীতের হিম ঠান্ডা সকালে মায়ের কোলের কাছে উষ্ণতা খুঁজছে বাছুর। গাজীপুর, ঢাকা
ছবি: মৌসুমী ভৌমিক
২ / ৮
কনকনে শীতে কাজে বেরিয়েছেন এক শ্রমজীবী নারী। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার সোডাপীর বাজার এলাকা থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৩ / ৮
জীবন-জীবিকার তাগিদে গরুর খামার থেকে দুধ সংগ্রহের জন্য ছুটে চলা। ছবিটি নওগাঁ সদরের বক্তারপুর ইউপি থেকে সম্প্রতি তোলা
ছবি: মহারাজ
৪ / ৮
শীতের শুষ্ক মৌসুমে পদ্মা নদীর তীরে চলছে নৌকা তৈরি ও মেরামতের কাজ। ছবিটি সম্প্রতি রাজশাহীর পদ্মা নদীর পাড় থেকে তোলা
ছবি: এস আলী দূর্জয়
৫ / ৮
নতুন বছরের প্রথম দিনে গণ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সহ–উপাচার্য মো. আবুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (জিবিপিএস) সদস্যরা। গত শনিবার দুপুরে প্রশাসনিক ভবনে এ শুভেচ্ছা জানানো হয়। পরে জিবিপিএস আয়োজিত ‘আমার চোখে গবি ক্যাম্পাস’ আলোকচিত্র প্রতিযোগিতার পোস্টার উন্মোচন ও বিচারকের নাম ঘোষণা করেন তিনি
ছবি: মো. রাকিবুল হাসান
৬ / ৮
২০২২ সালের প্রথম সূর্যোদয়। অনিন্দ্য সৌন্দর্য ফুটে উঠেছে প্রকৃতিতে। লাউখেতে সবুজের সমারোহ ও স্নিগ্ধ রোদের মিতালী। মনোদিয়া, পাথালিয়া ইউনিয়ন, সাভার, ঢাকা, ১ জানুয়ারি
ছবি: মু. আবদুল্লাহ আল নাঈম
৭ / ৮
সরকারি নির্দেশনা মোতাবেক এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১ জানুয়ারি গাজীপুরের জাপানি শিক্ষাপ্রতিষ্ঠান নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজে ২০২২ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করা হয়। ধাপে ধাপে বই বিতরণ কার্যক্রমে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়
ছবি: সায়েক সজীব
৮ / ৮
টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে পর্যটকদের জাহাজের আশপাশে উড়ে বেড়ায় অসংখ্য গাঙচিল। বঙ্গোপসাগর, ২৩ ডিসেম্বর ২০২১
ছবি: দেলোয়ার হোসেন