নৌকার তিন নারীর মাঝখানে বসে আছেন রওশন আরা বেগম। রওশন আরার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। বাড়ি ঢাকার খিলক্ষেত এলাকার বাউরা গ্রামে। দুই সন্তানের এই জননী বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ভেবেছিলেন ছেলে সংসারের হাল ধরবেন। কিন্তু ছেলে মা–বাবাকে ছেড়ে বউ নিয়ে থাকেন অন্যত্র। তারপর থেকেই জীবিকার তাগিদে সংসার চালাতে রওশন আরা বেগম বালু নদীর ওপারে রূপগঞ্জ থানার ইছাপুরা বাজারে মাছের আড়তে ছোট মাছ কাটার কাজ করেন। ভোর থেকে বেলা তিনটা পর্যন্ত চলে মাছ বেচাকেনার কাজ, প্রতিদিন ছোট মাছ কুটে তাঁর আয় হয় ২৫০ থেকে ৩০০ টাকা। এ আয়ে চলে সংসার। ছবিটি গত শুক্রবার দুপুরে রূপগঞ্জ ও খিলক্ষেত থানার মাঝামাঝি বালু নদী পার হওয়ার সময় তোলাছবি: ইমতিয়াজ আহমেদ
২ / ৮
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সবজিখেতে কাজ করছেন কৃষক। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ১১ ডিসেম্বরছবি: মাসুদার রহমান
৩ / ৮
হাসিমুখে নতুন ধান নোয়াতে ব্যস্ত এক চাষি। ছবিটি সম্প্রতি ভোলার দৌলতখান উপজেলা থেকে তোলা হয়েছেছবি: উসমান বিন আবদুল আলিম
৪ / ৮
বিকেলের শেষ আলোতে কৃষক ইরি ধানের চারাতে সার ছিটাচ্ছেন। ছবিটি চুয়াডাঙ্গার বাড়ান্দী গ্রাম থেকে সম্প্রতি তোলা হয়েছেছবি: মো. শাহিন রেজা
৫ / ৮
একসময় বালু নদী দিয়ে বড় বড় লঞ্চ, পালতোলা নৌকা চললেও এখন নদী প্রায় মৃত। নাব্যতা–সংকট আর কলকারখানার বর্জ্যের দূষিত পানি নদীতে মিশে কালো রং ধারণ করেছে আর তা–ই পান করছে একটি তৃষ্ণার্ত কুকুর। ছবিটি গত শুক্রবার দুপুরে খিলক্ষেত ও রূপগঞ্জ থানার মাঝামাঝি বালু নদী থেকে তোলাছবি: ইমতিয়াজ আহমেদ
৬ / ৮
বিজয় নিশান উড়ছে ওই। হবিগঞ্জের সুমন ও আহমদ। সারা বছর দিনমজুর হিসেবে কাজ করেন। ডিসেম্বর এলে তাঁরা দেশের জাতীয় পতাকা ফেরি করে বিক্রি করেন। কালিয়াকৈর বাজার, গাজীপুর, ১৪ ডিসেম্বরছবি: ফারদিন ফেরদৌস
৭ / ৮
শহীদ বুদ্ধিজীবী দিবসে দমদমা বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকেরা। দমদমা বধ্যভূমি, রংপুর, ১৪ ডিসেম্বরছবি: মাসুদার
৮ / ৮
শীতের সতেজ সবজির সুন্দর সমারোহ। বাজারে এসেছে শীতের সবজি। ফুলকপি থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে। উত্তরাঞ্চলে সবজির অন্যতম বড় পাইকারি মোকাম বগুড়ার মহাস্থান হাট। এখান থেকে হাতবদল হয়ে যাবে দেশের বিভিন্ন হাটবাজারে। সম্প্রতি তোলাছবি: আরিফ শেখ