পাঠকের ছবি

১ / ৭
যে বয়সে স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে বয়সেই ছোট্ট দুটি কাঁধে নিতে হয়েছে সংসারের দায়িত্ব। পরিবারের হয়তো সে–ই বড় ছেলে, তাই আপাতত তার কাঁধেই ভর দিয়ে চলছে পুরো সংসার। তাই কান্তজিউ রাসমেলায় বড়া ও ব্রেড কাটলেট বিক্রি করেই পেটের খিদে মেটাতে হচ্ছে ১৪ বছর বয়সী শিশুটিকে। রাসমেলা, কান্তজিউ মন্দির, কাহারোল, দিনাজপুর, ২২ নভেম্বর
ছবি: আজিজুর রহমান
২ / ৭
ধরলাবেষ্টিত মোগলবাসা ইউনিয়নের বাঁধরাস্তা কোথাও উঁচু কোথাও নিচু। যোগাযোগ ব্যবস্থা এমন বন্ধুর হওয়ায় ঘোড়ার গাড়িতে করে গাছের গুঁড়ি নিয়ে যাচ্ছেন গাড়োয়ান। কুড়িগ্রাম, ২৩ নভেম্বর
ছবি: হারুন অর রশিদ
৩ / ৭
শীতের সবজি আলু রোপন করছে কৃষক পরিবারটি। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার খস্টিগ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৪ / ৭
শীতকালে নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে। নৌকায় পারাপার হচ্ছে যাত্রীরা। ছবিটি সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: মো.আবীর আল-নাহিয়ান
৫ / ৭
নবান্ন উৎসবে কর্মব্যস্ত দিন কাটাচ্ছে পাহাড়ি জনপদের মানুষ। ধান মাড়াই করে সেই ধান ঘরে তোলার কাজে ব্যস্ত গারোরা। নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৬ / ৭
প্রকৃতিকে শুভ সকাল জানিয়ে সূর্য তার রক্তিম আভা ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে। আদমদীঘি, বগুড়া, ২০ নভেম্বর। ছবি: নিলয় কুমার পাল 206. সূর্যাস্তের সময় খুব সুন্দর রঙের খেলা দেখা যায়, সূর্যকে খুব সুন্দর দেখায়। গাছের ফাঁকে থালার মতো সূর্য অস্ত যাচ্ছে। সাভার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমি ভৌমিক
৭ / ৭
প্রকৃতিকে শুভ সকাল জানিয়ে সূর্য তার রক্তিম আভা ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে। আদমদীঘি, বগুড়া, ২০ নভেম্বর। ছবি: নিলয় কুমার পাল 206. সূর্যাস্তের সময় খুব সুন্দর রঙের খেলা দেখা যায়, সূর্যকে খুব সুন্দর দেখায়। গাছের ফাঁকে থালার মতো সূর্য অস্ত যাচ্ছে। সাভার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমি ভৌমিক