একসময়ের কর্মব্যস্ত পোস্ট অফিস সময়ের পরিক্রমায় এখন পরিত্যক্ত। ডাকপিয়নেরও কর্মব্যস্ততা কমে গেছে। চিঠির জন্যও অপেক্ষা করে না প্রবাসীদের পরিবারসহ অন্যরা। ১ অক্টোবর, কাজলধারা ডাকঘর, কুলাউড়া, সিলেটছবি: রেজাউল করিম প্রিন্স।
২ / ১৩
সবুজ–শ্যামল ধানখেতের মাঝবরাবর গাঁয়ের ভেতরে প্রবেশ করেছে সরু মেঠোপথ। সেই মেঠোপথে গাঁয়ের পথচারীদের চলাচল। নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. মাহাবুবুর রহমান।
৩ / ১৩
সদা জাগ্রত উত্তর জনপদের ছোট্ট শহর সান্তাহার রেলওয়ে জংশন, বগুড়ার। ছবিটি সম্প্রতি তোলাছবি: রাকিবুল হাসান রাকিব
৪ / ১৩
জীবন-আশা-নিরাশা। নেই মাঝি, বায় না কেউ দাড়; তবু ভাসমান! ক্ষয়ে যাওয়ার আগপর্যন্ত ভাসবে, নাকি আছড়ে পড়া শত ঢেউয়ের ধাক্কায় ডুবেই যাবে...! অথবা হয়তো কোনো পাড়ে গিয়ে থামবে। টাঙ্গুয়ার হাওড়, সুনামগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: রবিউন নাহার তমা
৫ / ১৩
খুব সকালে ‘শাপলা ফুল’ বিক্রয়ের জন্য অপেক্ষার প্রহর গুনছেন সবজি বিক্রেতারা। বাজারে সবজি হিসেবে শাপলা ফুলের বেশ কদর রয়েছে। ছবিটি খুলনার দৌলতপুরের রেল বাজার থেকে সম্প্রতি তোলা হয়েছেছবি: মো. শাহিন রেজা।
সবুজ ধান আর হালকা মেঘাচ্ছন্ন আকাশ তার মাধুর্য নিজেই তুলে ধরে। কুলাউড়া, মৌলভীবাজার, ৪ অক্টোবরছবি: তরিকুল ইসলাম ইমন
১০ / ১৩
আকাশে মেঘের পাহাড়! উন্মুক্ত নীল আকাশে মেঘের পাহাড়কে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো দেখাচ্ছে। নেত্রকোনার কলমাকান্দার কলেজ রোড থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. মাহাবুবুর রহমান
১১ / ১৩
সমুদ্রতীরে পানসি নৌকার সারি। কক্সবাজার, ২ অক্টোবরছবি: মাসুদার রহমান
১২ / ১৩
খাল–বিলের পানি শুকাতে শুরু করেছে, সামনে আসছে শীতকাল, এখন ঠেলা জালে ধরা পড়বে মাছ। সেখানে মাছ ধরতে ছুটে চলছে এরা। ছবিটি সম্প্রতি তোলাছবি: নাফিউল আহমেদ রাফি
১৩ / ১৩
পাশের দোকান থেকে কেউ একটা পাউরুটি দিয়েছে দুই ভাইয়ের হাতে। রুটি ভাগ করে খেতে খেতে দুজন বাড়ি ফিরছে। ছবিটি সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়ার ঘাটের বাজার থেকে তোলাছবি: রেজাউল করিম প্রিন্স