পাঠকের ছবি

১ / ১১
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রংপুরের শহরের অনেক এলাকা। সিও বাজার, রংপুর, ৩ অক্টোবর
ছবি: এহসানুল হক সিহাব
২ / ১১
বৃষ্টিস্নাত দিনে একদল বালকের দুরন্তপনা। বগুড়া, ৩ অক্টোবর
ছবি: আরিফ শেখ
৩ / ১১
গ্রামবাংলার এক মনোমুগ্ধকর দৃশ্য। একজন কৃষক জমিতে সার দিতে ব্যস্ত। ছবিটি সম্প্রতি দিনাজপুর থেকে তোলা
ছবি:রুপক সাহা গৌরব
৪ / ১১
গলফা জাল দিয়ে ভোরে কিংবা রাতে বড় মাছ ধরেন জেলেরা। স্বাভাবিকভাবেই দিনে নৌকায় ফেলে রাখা হয়েছে জাল। ছবিটি মৌলভীবাজারের কুলাউড়া থেকে ৪ অক্টোবর তোলা
ছবি: রেজাউল করিম প্রিন্স
৫ / ১১
এটি কোনো শীতের সকালের ছবি না। এটি কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের লক্ষ্মীপুর থেকে ভাদালিয়া বাজার পর্যন্ত রাস্তার ছবি। দুপুরবেলাও যানবাহনের হেডলাইট জ্বালাতে হয়। কারণ, মহাসড়কের করুণ অবস্থা। এত পরিমাণ ধুলাবালু ও রাস্তার এমন বাজে অবস্থা যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের কষ্টের শেষ নেই। কর্তৃপক্ষের নিকট দাবি, তারা যেন অতিদ্রুত মহাসড়কের সংস্কারকাজ করে শিক্ষার্থী ও জনসাধারণের ভোগান্তির অবসান ঘটায়। ছবিটি সম্প্রতি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক থেকে তোলা
ছবি: সুকান্ত দাস
৬ / ১১
আশ্বিন মাস শেষের দিকে শীতের আবহ শুরু হয়েছে চারদিকে। এ সময়ের উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ খেজুর রস বা গুড়। স্বল্প আয়ের মানুষ দু–তিন মাস খেজুরগাছ থেকে রস সংগ্রহ করে সাংসারিক খরচ জোগান। খণ্ডকালীন এ পেশায় যাঁরা নিয়োজিত, তাঁদের বলা হয় ‘শিউলি বা গাছি’। গ্রামবাংলার ঐতিহ্য খেজুরগাছের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। ছবিটি নওগাঁর রানীনগর উপজেলার খট্টশহর শালঘর এলাকা থেকে ৩ অক্টোবর তোলা
ছবি: শামীনূর রহমান
৭ / ১১
আশায় বসতি...। চারদিকে পানি। পানির মাঝখানে মাটি ভরাট করে ভিটা জাগানো হচ্ছে বাড়ি তৈরির আশায়। নেত্রকোনার কলমাকান্দার রাজাপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৮ / ১১
ঘরে–বাইরে স্বস্তি ছিল না কোথাও। গরমে কাহিল সবাই। অসহ্য গরমে দিশেহারা মানুষজন। হঠাৎ আকাশ থেকে ঝরল বৃষ্টি। স্বস্তির বৃষ্টিতে নাগরিক জীবনে আসে শান্তির সুবাতাস। ছবিটি গতকাল রোববার দুপুরে বগুড়ার সান্তাহার মডেল প্রেসক্লাবের সামনে থেকে ওঠানো
ছবি: নেহাল আহম্মেদ প্রান্ত
৯ / ১১
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর খুলেছে স্কুল। এ লম্বা বন্ধে ছাত্রছাত্রীরা ঘরে থাকতে থাকতে একপ্রকার হাঁপিয়ে উঠেছিল। স্কুল খোলায় তারা যেন সেই দুঃসময় থেকে মুক্তি পেল। ক্লাস শুরুর আগে ৩ অক্টোবর শিক্ষার্থীদের সঙ্গে ছবি তুলে আনন্দ ভাগাভাগি। মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
ছবি: খালেদ নিজাম
১০ / ১১
বিকেলের নিস্তব্ধতা, মনের মধ্য লুকিয়ে থাকা অপবিত্রতা কিংবা ক্লান্তি ঠেলে মানসিক শান্তির খোঁজে প্রকৃতি হতে পারে চমকপ্রদ এক আশ্রয়স্থল। শকুনি লেক, মাদারীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অংকিতা দাস
১১ / ১১
সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরছেন নারী চা–শ্রমিকেরা। ছবিটি সম্প্রতি মৌলভীবাজারের একটি চা–বাগান থেকে তোলা
ছবি: রেজাউল করিম প্রিন্স