যান্ত্রিক শহরে একখণ্ড সবুজের বাগান নিয়ে শহরের নানা প্রান্তে ছুটে চলছেন ‘সেবা পরিবহন’ পরিচালনায় থাকা তপন চন্দ্র ভৌমিক। সেবা পরিবহনের বিশেষত্বে রয়েছে—গরিব, অসহায় ও গর্ভবতী মায়ের জন্য মেডিকেল যাতায়াত ফ্রি এবং গরিব পরিবারের ছেলে-মেয়ে হারিয়ে গেলে তাদের জন্য মাইকিং সম্প্রচার ফ্রি। শংকর, ধানমন্ডি, ঢাকাছবি: কাব্য সাহা