পাঠকের ছবি

১ / ১২
সাদা কাশফুল সাদা মেঘের দিকে সুউচ্চভাবে তাকিয়ে রয়েছে। রয়েল সিটি, সিলেট সদর, ২৬ সেপ্টেম্বর
ছবি: তরিকুল ইসলাম ইমন
২ / ১২
সারা দিনের কাজ শেষে, কৃষক তাঁর গবাদিপশুর জন্য ঘাস নিয়ে বাড়ি ফিরছেন। দ্বারিয়াপুর গ্রাম, পরীগঞ্জ, রংপুর, ২৪ সেপ্টেম্বর
ছবি: মাসুদার রহমান
৩ / ১২
জলবায়ু সুবিচারের দাবিতে কক্সবাজারে কর্মসূচি পালন করেছেন জলবায়ুকর্মীরা। ২৪ সেপ্টেম্বর কলাতলীর সায়মন বিচ পয়েন্টে দেওয়ালে অঙ্কিত জলবায়ু সচেতনমূলক আর্ট এবং জলবায়ু ধর্মঘট পালন করেন ইয়ুথনেট কক্সবাজার জেলার সদস্যরা। পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, আর্টল্যুশন, প্রতীকী যুব সংসদ ও কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করে
ছবি: বিজ্ঞপ্তি
৪ / ১২
অদূরে ভারতের মেঘালয়ের পর্বতমালা। পাহাড় থেকে নেমে এসেছে নদী। সেই নদীতে নৌকা করে স্থানীয় রীতিনীতি অনুযায়ী বিয়ের গায়েহলুদে যাচ্ছেন তাঁরা। সঙ্গে রয়েছে বাদ্যবাজনা। নেত্রকোনার কলমাকান্দার পাঁচগাঁও থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৫ / ১২
শরতের শুভ্র কাশফুল। কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল, কাশিপুর, বরিশাল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: খালেদ মাহমুদ ইমরান
৬ / ১২
বিশাল এই হাওর অঞ্চলের মধ্যে এমন খেলার মাঠ পাওয়া দুষ্কর। একদিকে হাওরের মুগ্ধতা, তার সঙ্গে লাগানো খেলার মাঠটিতে তাই বিকেলবেলা থাকে খেলার ধুম। তাহিরপুর, সুনামগঞ্জ, ২১ সেপ্টেম্বর
ছবি: রেজাউল করিম প্রিন্স
৭ / ১২
বৈশ্বিক ধর্মঘটের অংশ হিসেবে কক্সবাজারে সায়মন বিচ পয়েন্টে জলবায়ু পরিবর্তনবিষয়ক দেওয়ালে অঙ্কিত জলবায়ু সচেতনমূলক আর্ট করা হয়। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে কক্সবাজারে আগত বিভিন্ন পর্যটন ও স্থানীয় মানুষকে সচেতন করার জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্ষতি ও সমাধানগুলো আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে ধর্মঘটে। ২৪ সেপ্টেম্বর, কক্সবাজার
ছবি: বিজ্ঞপ্তি
৮ / ১২
তপ্ত দুপুরে নির্জন পথে ছুটন্ত পথচারী। কাঞ্চন, নারায়ণগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৯ / ১২
‘নদী বাঁচাও-দেশ বাঁচাও’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস ২০২১ উদ্‌যাপন উপলক্ষে কুড়িগ্রামের রৌমারীতে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস রৌমারী উপজেলা শাখার আয়োজনে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর রৌমারী শাপলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়
ছবি: আবু সাইদ কাকন
১০ / ১২
বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে র‍্যালি ও ডেঙ্গু সচেতনাতামূলক লিফলেট বিতরণ করেছে ফার্মেসি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএসডব্লিউএবি)। ২৫ সেপ্টেম্বর সকালে কর্মসূচির সূচনা হয় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। রাজধানীর নর্থ সাউথ-আইইউবির সামনে থেকে শুরু হয়ে যমুনা ফিউচার পার্ক এর সামনে গিয়ে শেষ হয় র‌্যালি। সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবসেবামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে
ছবি: মাহমুদুল হাসান ইজাজ
১১ / ১২
জলবায়ু সুবিচারের দাবিতে কক্সবাজারে কর্মসূচি পালন করেছেন জলবায়ুকর্মীরা। ২৪ সেপ্টেম্বর কলাতলীর সায়মন বিচ পয়েন্টে দেওয়ালে অঙ্কিত জলবায়ু সচেতনমূলক আর্ট এবং জলবায়ু ধর্মঘট পালন করেন ইয়ুথনেট কক্সবাজার জেলার সদস্যরা। দেশের বিভিন্ন জেলায় গত শুক্রবার এই জলবায়ু ধর্মঘটের আয়োজন করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ। আয়োজকেরা ফ্রাইডেস ফর ফিউচারের বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের ডাকে একাত্মতা প্রকাশ করে এবং বিশ্বের এক হাজারেরও বেশি জায়গায় তরুণেরা রাজপথে ও অনলাইনে যে ধর্মঘট পালন করছেন, তার সঙ্গে সংহতি জানান
ছবি: বিজ্ঞপ্তি
১২ / ১২
সবুজ–শ্যামল গাছের সঙ্গে সূর্যের আলোতে ঝলক দিচ্ছে ধানের চারা। শরতের নীল আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘমালা। আহ! কী দৃশ্য। ছবিটি সিলেটের জকিগঞ্জ উপজেলার নালুহাটি গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: মো.আবীর আল-নাহিয়ান