পাঠকের ছবি

১ / ১১
মানুষ ও পাখির চমৎকার বন্ধুত্ব। বগুড়া, ১৪ সেপ্টেম্বর
ছবি: এনামুল কাদের এনাম
২ / ১১
জীবনের ঝুঁকি। দিনাজপুরের বড়পুকুরিয়া বিল। বিনোদনকেন্দ্রে পরিণত বিলটিতে যেতে সড়কটিই যেন বাধা। খানাখন্দে ভরা রাস্তায় এভাবেই পণ্যবাহীসহ যাত্রীবাহী যানবাহন পারাপার করছে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: প্লাবন শুভ
৩ / ১১
মাছ ধরা—খুব প্রিয় ও পরিচিত একটি কাজ। অনেকে মাছ ধরেন শখে ও অনেকে মাছ ধরেন প্রয়োজনে। এক অপরাহ্ণে এই ভদ্রলোক মাছ ধরছেন, যাতে নিজের ও পরিবারের সবার খাবার জোগাড় করা যায়। কদমতলা, বাসাবো, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমী ভৌমিক
৪ / ১১
ঐ দূরে তিমির কালো কোথাও জ্বলছে মিটিমিটি আলো আলোর সনে তারার সন্ধি মেঘ করেছে আমায় বন্দি। রাজধানীর আমিনবাজার ব্রিজ থেকে ছবিটি গত ১১ সেপ্টেম্বর তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ১১
হাওয়ায় মিঠাই নিয়ে জীবিকার তাগিদে গ্রামের পথে বেরিয়েছে এই কিশোর। নখার পাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ১৩ সেপ্টেম্বর
ছবি: মাসুদার রহমান
৬ / ১১
বিকেলের সূর্য ঢলে পড়ার আগেই যখন আকাশে কালো মেঘ ঢলে পড়ে, তখন দেখতে চমৎকার লাগে। মনে হয় কোনো মায়াবী হাত সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছে তার চিত্রকর্ম। অনন্তপুর, হোমনা, কুমিল্লা, ১২ সেপ্টেম্বর
ছবি: আবু জাফর
৭ / ১১
রাস্তায় মাটি কাটার কাজ করেন মজিবর রহমান (৭০)। ১৩ সেপ্টেম্বর কাজ না পেয়ে চার কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরছেন। মর্ডান এলাকা, রংপুর
ছবি: কে এম হিমেল আহমেদ
৮ / ১১
জীবন-জীবিকার তাগিদে পানিতে নৌকার ওপর নির্ভরশীল হয়ে নিরন্তর ছুটে চলতে হয় কিছু মানুষকে। প্রকৃতির বৈরী আবহাওয়া উপেক্ষা করে নদীতে মাছ শিকার করতে হয় তাঁদের। এ নৌকার মাঝে সুখ-হাসি-আনন্দ খুঁজে পেলেও কখনো কখনো হারানোর ব্যথায় কাঁদতেও হয় তাঁদের। ছবিটি সম্প্রতি পদ্মা নদীর মাদারীপুর কাঁঠালবাড়ী ফেরিঘাট থেকে তোলা
ছবি: রিয়াদ হোসেন
৯ / ১১
দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্যাম্পাসে ফুটেছে কাশফুল। ছবিটি ১৪ সেপ্টেম্বর মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তোলা
ছবি: শুভ গোয়ালা
১০ / ১১
প্রায় দেড় বছর পর খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আনন্দিত মনে চিরচেনা সে শ্রেণিকক্ষে ফিরল শিক্ষার্থীরা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে পাঠদান। আটগ্রাম, জকিগঞ্জ উপজেলা, সিলেট, ১২ সেপ্টেম্বর
ছবি: মো.আবীর আল-নাহিয়ান
১১ / ১১
সকালের ব্যস্ত সময়ে জেলে নৌকায় করে মাছ ধরছেন। শিশুটি সাইকেলে যাচ্ছে গন্তব্যে। কাটাগড়, পীরগঞ্জ, রংপুর, ১৩ সেপ্টেম্বর
ছবি: মাসুদার রহমান