জীবনের প্রতিটি মুহূর্ত কাটে কর্মে বা কর্মহীনতায়, তবে এ ব্যতিব্যস্ততার মাঝে আচমকাই কখনো কখনো চোখ আটকে যায় কিছু নৈসর্গিক দৃশ্যে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমান কৃষ্ণচূড়াগাছের তলাগুলো যেন এক একটা কৃষ্ণচূড়ার লালগালিচা। দেখলেই মন এক অদ্ভুত আনন্দে নেচে ওঠে, মনে হয় এটাই স্বর্গছবি: এ বি এস ফরহাদ