কয়েক শ বছরের প্রাচীন প্রাণের বন্দর কালাইয়ার সোমবারের সাপ্তাহিক হাট উপলক্ষে প্রায় পুরো দক্ষিণবঙ্গের নানা জায়গা থেকে লোকজন আসেন। কেউ হাটে আসেন নিত্যপণ্যসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, কেউ আসেন বিক্রি করতে। সোমবার হাটের দিনে খোলা আকাশের নিচে ছাতা মাথায় অনেক ভাসমান নরসুন্দরকে সচরাচর দেখা যেত। এখন হাটের দিন দু–একজন ছাড়া তাঁদের খুব একটা দেখা যায় না। আর যুগের পরিবর্তনে এ ভাসমান নরসুন্দরদের আয়ের উৎসেও লেগেছে ভাটার টান। কালাইয়া বন্দর, বাউফল, পটুয়াখালী।মো. রাজন মুনসুর