পাঠকের ছবি

১ / ১২
মেঘলা দিনে সমুদ্রে অলস সাম্পানের সারি। সাবরাং, টেকনাফ, কক্সবাজার, ৯ আগস্ট
ছবি: তাসনুভা আহসান তাপ্তী
২ / ১২
গরু, লাঙল-জোয়াল দিয়ে জমিতে মাটি চাষ আর সমানের ঐতিহ্য এখন আর নেই। তাই কৃষক তাঁর ছেলেকে নিয়ে জমি সমান করার জন্য মই টানছেন। খেশরা, তালা উপজেলা, সাতক্ষীরা, ৯ আগস্ট
ছবি: রিয়াদ হোসেন
৩ / ১২
সারা দেশে চলমান কোভিড–১৯ টিকাদান কর্মসূচিতে টিকা নিতে আসেন একজন প্রতিবন্ধী। ছবিটি ৯ আগস্ট বগুড়ার শিবগঞ্জ উপজেলা হাসপাতাল চত্বর থেকে তোলা
নয়ন দাস, বগুড়া
৪ / ১২
মাঝেমধ্যে প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মধ্যেও খুঁজে পাওয়া যায় অপার আনন্দ। কাউন্দিয়া, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
রবিউন নাহার তমা
৫ / ১২
মাছে–ভাতে বাঙালি—এ কথা এখন আর খুব একটা উচ্চারিত হয় না। ফল–ফসলের নানা কীটনাশক পানিতে মিশে হারিয়ে গেছে অসংখ্য প্রজাতির মাছ। নদী, খাল–বিলে আগের মতো মাছ ধরা না পড়লেও গ্রামে এখনো চোখে পড়ে মাছ ধরার এমন প্রাচীন পদ্ধতি। ছবিটি নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া গ্রাম থেকে ৯ আগস্ট তোলা
নাসরিন হিমু
৬ / ১২
শাপলার গন্ধে আকৃষ্ট হয় পোকা আর সৌন্দর্যে মোহিত হয় মানুষ। ছবিটি সম্প্রতি বাগেরহাটের রামপাল উপজেলার ছোট্ট একটি ঝিল থেকে সম্প্রতি তোলা
রিম্পা মণ্ডল
৭ / ১২
বীজতলা থেকে ধানের চারা তুলছেন কিষান–কিষানিরা। নখার পাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ১০ জুলাই
ছবি: মাসুদার রহমান
৮ / ১২
বিকেল হলেই মন চায় কপোতাক্ষের পাড়ে গিয়ে কিছুটা সময় কাটাতে। আর নদের পাড়ে গিয়ে বসলে এমন সৌন্দর্য প্রায়ই মুগ্ধ করে। তাই গতকাল বুধবার গোধূলিলগ্নে মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে যশোরের কপোতাক্ষ নদের ছবিটি ক্যামেরাবন্দী করা
ছবি: রিয়াদ হোসেন
৯ / ১২
কখনো বৃষ্টি, কখনো রোদ। একটু রোদ উঠ‌লেই শুরু হয় ক্রি‌কেট খেলা। আম‌খোলা, গলা‌চিপা, পটুয়াখালী। ছ‌বি‌টি সম্প্রতি তোলা
এ বি আরিফ
১০ / ১২
ডুবন্ত সূর্য ছড়িয়ে দিয়েছে তার মাধুর্য। তারই প্রতিফলনে আকাশ হয়েছে রঙিন। গুচ্ছগ্রাম, ভোলাগঞ্জ, সিলেট। ছবিটি সম্প্রতি তোলা
রফিকুল ইসলাম রেজা
১১ / ১২
নদীর তীরে নৌকার আনাগোনা। ছবিটি সম্প্রতি বাগেরহাটের মোংলা বন্দর থেকে তোলা
রিম্পা মণ্ডল
১২ / ১২
গোধূলিলগ্নে মাছ ধরা শেষে ফিরছেন জেলে। ছবিটি সম্প্রতি তোলা রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়বিলা থেকে তোলা
মাসুদার রহমান