আকাশ মানেই বিশ্বভরা প্রাণ; সীমার মাঝে অসীম। শত কাজের মাঝেও যখন আকাশের দিকে নজর পড়ে, তখন মন আনমনা হয়ে যায়। আর সেই নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে চলে, তখন সেই দৃশ্য সত্যিই লাগে অনির্বচনীয়। উদারতা, নিঃস্বার্থ ও সর্বত্যাগী হওয়ার শিক্ষা আকাশ তার বিশালতা ও গভীরতা দিয়েই বুঝি আমাদের পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে। ছবিটি চুয়াডাঙ্গার জীবননগর শাপলাকলি পাড়া থেকে তোলা।ছবি: মোছা: আয়শা সিদ্দিকা আশা