পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
শাপলার রাজ্যে জলের বুকে আঁকা প্রকৃতির নিঃশব্দ সুর। ছেলদিয়া, বারিষাবো, কাপাসিয়া, গাজীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তানভীর রহমান
২ / ৯
বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। চারপাশে নদীবেষ্টিত জেলা ভোলা থেকে অন্য জেলায় জলপথে যেতে হয়। যাতায়াতের বাহনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নৌকা। ছোট ডিঙি দিয়ে নদী পার হচ্ছে লোকজন। তেঁতুলিয়া নদী, ভোলা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কামরুল হাসান
৩ / ৯
ভরদুপুরে ইউনিয়ন অফিসের গাছপালার ছায়াঘেরা ফাঁকা জায়গায় ফুটবল খেলছে তারা। প্রত্যেকের চোখেমুখেই যেন প্রকাশ পাচ্ছে খেলার প্রতি আগ্রহ। কিন্তু সেই একই সমস্যা, মাঠ নেই খেলার। এ যেন তাদের মনের চাপা কষ্ট। চারপাশে ভাদ্রের রোদ্রের ছড়াছড়ি। শরীরপোড়া রোদ বললে ভুল হওয়ার কথা নয়। খানিকটা বিরতি নিয়ে গাছের নিচে বসে আইসক্রিম খেয়ে শরীরকে ঠান্ডা করার চেষ্টা তাদের। দুপুরের খাবার খেতে কিছু সময় পর হয়তো খেলার ইতি টেনে চলে যাবে সবাই। ছবিটি গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোণ ইউনিয়ন অফিস প্রাঙ্গণ থেকে তোলা
ছবি: জীবন পাল
৪ / ৯
নদীপাড়ে খেয়ানৌকা। মানিকখালী, আশাশুনি, সাতক্ষীরা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আলফাজ আল আমিন
৫ / ৯
শাপলা ফুল আহরণ। এটি সুস্বাদু তরকারি হিসেবে খাওয়া হয়। জমে থাকা স্বল্প পানিতে খুব সহজেই শাপলা ফুল জন্মাতে পারে তেমন কোনো যত্ন ছাড়াই। ছবিটা সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের মিকাইল এলাকা থেকে তোলা
ছবি: এনাম এলাহী মল্লিক
৬ / ৯
গোধূলিবেলায় সাদাটে জবার সৌন্দর্য। কালীগঙ্গা নদীর পাড়, বেউথা, মানিকগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হোসনে আরা সিদ্দিকা
৭ / ৯
ফ্রান্সের প্যারিসে লেকের পাড়ে ফুলগাছ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শাহাবুদ্দিন শুভ
৮ / ৯
শ্রীমঙ্গলে গণেশ পূজা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ সেপ্টেম্বর) শহরের মৌলভীবাজার রোডস্থ শ্রী শ্রী সর্বজনীন দুর্গাবাড়িতে আয়োজন করা হয় এই পূজার। সকাল থেকে শুরু হওয়া পূজা চলে রাত পর্যন্ত
ছবি: জীবন পাল
৯ / ৯
ব্যস্ত শহর আর মানুষের গাদাগাদি ভোলাতে পারেনি শৈশবের প্রিয় খেলার মুহূর্ত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক শিশু আপন মনে খেলছে। সে জানে না ব্যস্ততা, বিষণ্নতা, দেশ, আন্দোলন। সে জানে আনন্দে খেলতে হবে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মফিজুল হক