পাঠকের ছবি

১ / ৬
মাঝেমধ্যে কিছু কিছু দেয়াললিখন ভাবনার উদ্রেক করে। পূর্ব নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মামুনূর রহমান হৃদয়
২ / ৬
ক্লান্ত দুপুরে গাছের ছায়ায় বসে বাবা–ছেলে হরেক রকমের ফল বিক্রি করছে। সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ঢাকা, ১৬ জুন
ছবি: মো. আবদুল্লাহ তালুকদার রাতুল
৩ / ৬
রাজশাহী থেকে আম, দিনাজপুর থেকে লিচু ও ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল থেকে কাঁঠাল, ড্রাগনফল, জাম, করমচা, জামরুল, তরমুজ, তেঁতুল, কলা, আনারস, পেঁপে, তালের শাস, ডালিম ও লটকন সংগ্রহ করে ফল উৎসবের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ। বাকৃবির কৃষি অনুষদের করিডরে ওই উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তানিউল করিম জীম
৪ / ৬
গ্রীষ্মের সকালে পুকুরে পোনামাছ ধরায় ব্যস্ত এক ব্যক্তি। জলমা গ্রাম, বটিয়াঘাটা থানা, খুলনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমি ভৌমিক
৫ / ৬
মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছবিটি সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক–সংলগ্ন তিলখেত থেকে সম্প্রতি তোলা
ছবি: আবু সোহান
৬ / ৬
মাধবীলতা। নিকুঞ্জ ২, ঢাকা, ১৬ জুন।
ছবি: মোহাম্মদ রায়হান