পাঠকের ছবি

১ / ৭
বন্যার পানিতে তলিয়ে গেছে স্কুল, তারপরও অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। ছবিটি গতকাল বুধবার সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভোটকেন্দ্র—জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮নং ওয়ার্ডের একটি কেন্দ্র থেকে তোলা
ছবি: ডি এইচ মান্না
২ / ৭
বাহারি রং–বেরঙের মিষ্টি ও সুস্বাদু ফলের মাস এখন। এমন মাসে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মৌসুমি ফল উৎসব’। গতকাল বুধবার (১৫ জুন) সকালে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ড. এম এ ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনে এই উৎসবের আয়োজন করা হয়। ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারাসহ ১০ প্রজাতির ফল প্রদর্শনীর পাশাপাশি অতিথি এবং শিক্ষার্থীদের ফল কেটে খাওয়ানো হয়
ছবি: বিজ্ঞপ্তি
৩ / ৭
ধান নিয়ে ঘরে ফিরছেন এক কিশোর কৃষক। ছবিটি সম্প্রতি রংপুর পীরগঞ্জের কাটাগড় থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৪ / ৭
গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড রোদে পোড়ামাটির গন্ধ পাওয়া যাবে গ্রামের খানিকটা দূর থেকেও। বাতাসে ভেসে ভেসে বেশ দূরে পৌঁছে যায় সেই গন্ধ। ছোট খালের পাড় দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা মেঠো পথের অদূরেই সেই গ্রাম। পথের দুই ধারে সবুজের সমাহার। সেই পথের ধারের বাড়িগুলোয় চোখে পড়ে মাটির বানানো নানা তৈজসপত্র। পিরোজপুর সদর উপজেলার মূলগ্রামের পালপাড়ায় গেলে দেখা মিলবে এই মৃৎশিল্প। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুবেল মিয়া নাহিদ
৫ / ৭
ভরা দুপুর। ক্লান্ত শরীর। তাই তো ঠেলা গাড়ি রেখে পথের ধারেই একটু জিরিয়ে নিচ্ছেন মাটির হাঁড়ির ব্যবসায়ী
ছবি: মো. আইয়ুব আলী
৬ / ৭
শিশুরা মোবাইল ফোনে বুঁদ হয়ে গেম খেলছে। এটা তাদের চোখের ওপর মারাত্মক চাপ ও মননশীলতা গঠনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলী গ্রাম থেকে ছবিটি ১৫ জুন তোলা
ছবি: ফারদিন ফেরদৌস
৭ / ৭
বর্ষার বার্তা নিয়ে বিভিন্ন জায়গায় ফুটেছে কদম ফুল। ছবিটি নওগাঁ সদর থেকে তোলা
ছবি: ইউনুস আলী ফাইম