পাঠকের ছবি

১ / ৭
সারা দিন মাছ ধরে বিক্রির উদ্দেশ্যে স্থানীয় বাজারে যাচ্ছে একদল জেলে। আখিরা নদীর পাড়, পীরগঞ্জ, রংপুর, ৩ জুন
ছবি: মাসুদার রহমান
২ / ৭
মেঘাচ্ছন্ন আকাশ। গুঁড়ি গুঁড়ি হালকা বৃষ্টিতে ফুটবল খেলার মজাই আলাদা। আত্মবিনোদনের এক অকল্পনীয় সুখ উপভোগ করছেন শিক্ষার্থীরা। ছবিটি সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ থেকে তোলা হয়েছে
ছবি: মো. নিয়ামতুল্লাহ
৩ / ৭
সুন্দরবন হরিণের অভয়ারণ্য হলেও চিড়িয়াখানা ও পর্যটনকেন্দ্রেও দেখা মেলে হরিণের। ছবিটি গত ৯ জুন বরিশালের দুর্গাসাগর দিঘি পর্যটনকেন্দ্র থেকে তোলা
ছবি: সুদীপ্ত কুমার দাস
৪ / ৭
ভ্যানগাড়িতে করে নৌকা নিয়ে যাচ্ছেন একজন জেলে। বর্ষাকালে নৌকা দিয়ে হাওরে মাছ ধরার জন্য এ আয়োজন। নেত্রকোনার কলমাকান্দার চিনাহালা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৫ / ৭
স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা। সি জি জামান সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, রৌমারী, কুড়িগ্রাম, ১১ জুন
ছবি: আবু সাইদ কাকন
৬ / ৭
উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও স্থাপিত হয়েছে সোলার প্যানেলযুক্ত বৈদ্যুতিক বাতি। সারা দিনের সূর্যের আলো থেকে সঞ্চিত শক্তি ব্যবহার করে রাতের অন্ধকারে আলো ছড়ায় এই বাতি। ছবিটি সম্প্রতি ভোলা থেকে তোলা
ছবি: সুদীপ্ত কুমার দাস
৭ / ৭
কানের দুলের মতো এই জলপাই ফুলগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। দিগপাইত, জামালপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আব্দুল্লাহ তালুকদার রাতুল