দেয়াল লিখন যুগ যুগ ধরেই চলছে। বর্তমান সময়ও তার ব্যতিক্রম নয়। এভাবেই দেয়ালে লিখে থাকে বিভিন্ন ছাত্র বা সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ। ছবিটি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলাছবি: ফজলে রাব্বি
২ / ৮
জাল পাতার জন্য জেলেরা নৌকায় গভীর নদীর দিকে যাত্রা করেছেন। ছবিটি গতকাল শুক্রবার ভোলার মেঘনা নদী থেকে তোলাছবি: সুদীপ্ত কুমার দাস
৩ / ৮
গ্রামের পুকুরে রাজহাঁসের দল। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ১৫ মেছবি: মাসুদার রহমান
৪ / ৮
‘বন্যা’ পানির শক্তি, মানুষের ভোগান্তি। আজিজপুর, বালাগঞ্জ, ২০ মেছবি: সাদির আহমদ চৌধুরী
৫ / ৮
বগুড়ার সান্তাহার রেলগেট এলাকার বিভিন্ন দোকানের তরমুজ নষ্ট হওয়ার পথে। অনেক তরমুজে পচন ধরতে শুরু করেছে। আবার নষ্ট হওয়া তরমুজ নিয়েও বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। কেউ কেউ এসব তরমুজ খাওয়াচ্ছেন গবাদিপশুদের। আবার কেউ কেউ ফেলে দিচ্ছেন। ছবিটি সম্প্রতি বগুড়ার সান্তাহার স্টেশন এলাকা থেকে উঠানোছবি: নেহাল আহম্মেদ প্রান্ত
৬ / ৮
রোদের কড়া তাপ। তাই বেড়েছে তালের শাঁসের কদর। নগরপাড়া বাজার, রূপগঞ্জ, ২০ মেছবি--রাসেল আহমেদ
৭ / ৮
গোধূলি বেলায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মন জুড়ে যায়। পীরগঞ্জ, রংপুর, ১০ মেছবি: মাসুদার রহমান
৮ / ৮
জয়পুরহাটের আক্কেলপুরে আজ শনিবার ঝড়ে বটগাছ পড়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে কিছুক্ষণ আটকে পড়ে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিছবি: মুহাম্মাদ আরিফুল ইসলাম