পাঠকের ছবি

১ / ৮
গ্রীষ্মকালে প্রকৃতির এক নয়নাভিরাম রূপের অন্যতম শোভাবর্ধনকারী বৃক্ষ সোনালু। অনেকের কাছে অবশ্য বাঁদরলাঠি হিসেবেই এই বৃক্ষ অধিক পরিচিত। ফুল ফোটার সময় হয়ে এসেছে। কিছুদিনের মধ্যেই সোনালি রঙের ফুলে ছেয়ে যাবে চারপাশ। ছবিটি সম্প্রতি ভোলার বোরহানউদ্দিন থেকে তোলা
ছবি: সুদীপ্ত কুমার দাস।
২ / ৮
পাকা ধান নিয়ে বাড়িতে ফিরছেন কৃষিশ্রমিকেরা। গাড়াবেড় গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ১০ মে
ছবি: মাসুদার রহমান
৩ / ৮
ঝড়ে–বৃষ্টিতে ধানগাছ নুয়ে পড়েছে। এমন অবস্থায় ধান কাটতে ব্যস্ত কিশোরেরা। ছবিটি বগুড়ার গোবরচাপা বিল থেকে সম্প্রতি তোলা
ছবি: সাজেদুর আবেদীন শান্ত
৪ / ৮
গাছজুড়ে জাতীয় ফল কাঁঠালের সমাহার মুগ্ধ করবে যে কাউকে। ছবিটি সম্প্রতি তোলা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল–সংলগ্ন বাগান থেকে
ছবি: মঈনুল হক খান
৫ / ৮
বরেন্দ্র অঞ্চলে চলছে বোরো ধান কাটার মৌসুম। ভোর থেকে রাত পর্যন্ত কৃষকেরা ব্যস্ত ধান কাটা-মাড়াই করতে। তাই খেতে বসেই সকালের খাবার সেরে নিচ্ছেন কৃষক সুফল কুমার। ছবিটি সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর থেকে তোলা
ছবি: সবুজ সরকার
৬ / ৮
মেঘ আর জ্যোৎস্নার শহর বলা হয় সিলেটকে। চা–বাগান, নদী, পাহাড়, অরণ্য আর ছোট ছোট টিলাবেষ্টিত এ জনপদে বছরের বেশির ভাগ সময় বৃষ্টি নামে। মধ্যরাতের বৃষ্টিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: দেলোয়ার হোসেন
৭ / ৮
ব্রহ্মপুত্রের তীরে ধান মাড়াইয়ের কাজ করছেন কৃষিশ্রমিক ও গৃহিণীরা। হাতিয়া ইউনিয়ন, উলিপুর, কুড়িগ্রাম, ১১ মে
ছবি: হারুন অর রশিদ
৮ / ৮
বোরো ধান কাটার পর মেশিনে মাড়াই চলছে। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ৭ মে
ছবি: মাসুদার রহমান