১০ মিনিটের বৃষ্টির পর রাজধানীর জুরাইনের রাস্তার অবস্থা। এ এলাকায় আছে তিতাস খাল। খালটি ময়লায় পরিপূর্ণ। এ কারণে বৃষ্টি হলে এলাকার পানি খালে নেমে যাওয়ার পরিবর্তে, খালের পানি জমে ওঠে। আর পানি জমতে জমতে সেই পানি গিয়ে ওঠে এলাকার বেশির ভাগ ঘরের উঠান ও ঘরে। খালের তীরবর্তী দনিয়া ইউনিয়নের পাটোয়ারীবাগ, কুসুমবাগ, নোয়াখালীপট্টি, খালপাড়, বউবাজার এলাকায় ড্রেনেজ ব্যবস্থাও প্রায় অকেজো। ছবিটি ২২ এপ্রিল তোলাছবি: কাজী আনিস