পাঠকের ছবি

১ / ৭
মাঠ থেকে ভেড়া নিয়ে বাড়ি ফিরছেন এক নারী। কাঠাগড়, পীরগঞ্জ, রংপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মাসুদার রহমান
২ / ৭
১০ মিনিটের বৃষ্টির পর রাজধানীর জুরাইনের রাস্তার অবস্থা। এ এলাকায় আছে তিতাস খাল। খালটি ময়লায় পরিপূর্ণ। এ কারণে বৃষ্টি হলে এলাকার পানি খালে নেমে যাওয়ার পরিবর্তে, খালের পানি জমে ওঠে। আর পানি জমতে জমতে সেই পানি গিয়ে ওঠে এলাকার বেশির ভাগ ঘরের উঠান ও ঘরে। খালের তীরবর্তী দনিয়া ইউনিয়নের পাটোয়ারীবাগ, কুসুমবাগ, নোয়াখালীপট্টি, খালপাড়, বউবাজার এলাকায় ড্রেনেজ ব্যবস্থাও প্রায় অকেজো। ছবিটি ২২ এপ্রিল তোলা
ছবি: কাজী আনিস
৩ / ৭
রাখাল বালক। শাহজাদপুর, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আব্দুল আহাদ ঈশান
৪ / ৭
ভোরে তিন শিশু কাসে কাটছে গরুকে খাওয়ানোর জন্য। ছবিটি যমুনার চর থেকে সকাল ছয়টায় তোলা
ছবি: সাজেদুর আবেদীন শান্ত
৫ / ৭
গ্রামীণ মেলায় রংবেরঙের সুতার তৈরি হাতপাখা বিক্রি করছেন এ ব্যক্তি। পীরগঞ্জ, রংপুর, ৯ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
৬ / ৭
ঈদের ছুটি দিয়েছে বিশ্ববিদ্যালয়। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তাদের এত তাড়া। ভার্সিটির বাসে চড়ে বাস, লঞ্চ টার্মিনালে যাওয়ার হিড়িক। প্রিয় ক্যাম্পাসের মায়াও আজ বাড়ি ফেরার আনন্দের কাছে ফিকে হয়ে গিয়েছে। পরিবহন চত্বর, ২৩ এপ্রিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ছবি: ইমন ইসলাম
৭ / ৭
১০ মিনিটের বৃষ্টির পর জুরাইনের কয়েকটা রাস্তার অবস্থা। বৃষ্টি হলে এলাকার তিতাস খালের পানি খালে নেমে যাওয়ার পরিবর্তে পানি জমে যায়। পানি জমতে জমতে সেই পানি গিয়ে ওঠে এলাকার বেশির ভাগ ঘরের উঠান ও ঘরে। খালের তীরবর্তী দনিয়া ইউনিয়নের পাটোয়ারীবাগ, কুসুমবাগ, নোয়াখালীপট্টি, খালপাড়, বউবাজার এলাকায় ড্রেনেজ ব্যবস্থাও প্রায় অকেজো। ছবিটি ২২ এপ্রিল তোলা
ছবি: কাজী আনিস