বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব। জীর্ণ পুরোনোকে ভাসিয়ে দিয়ে নতুন করে যাত্রা শুরুর দিন। ধর্ম–বর্ণ–শ্রেণিনির্বিশেষে সবার উৎসবমুখর হয়ে ওঠার দিন। বাঙালি সংস্কৃতির এক অসাধারণ ব্যঞ্জনা নিয়ে আমাদের দুয়ারে এবারের নববর্ষ এসেছে। প্রাণে প্রাণে আনন্দ, মনে মনে আনন্দ রচনা করতে আর মানুষে মানুষে বিভেদ ঘোচাতে নববর্ষ নব চেতনায় স্নাত করে সবাইকে। সেই ভোরে পূর্ব দিগন্তে বছরের প্রথম দিনের সূর্যোদয়ের অপেক্ষায় বাঙালি চিত্ত অধীর। করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর পর বাঙালি জাতি পূর্ণোদ্যমে বৈশাখ উদ্যাপন করছেছবি: তাজওয়ার আহমেদ তনয়
২ / ৭
প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে জীবন-জীবিকার তাগিদে এক জেলে। বড়বিলা, পীরগঞ্জ, রংপুর, ১০ এপ্রিলছবি: মাসুদার রহমান
৩ / ৭
দুই ধারে বাঁওড়, মাঝে ছোট দ্বীপের মতো জায়গা আছে, যেখানে কৃষকেরা বিভিন্ন ফসল চাষ করেন। ফতেপুর বাঁওড়, মহেশপুর, ঝিনাইদহছবি: মো. শাহিন রেজা