পাঠকের ছবি

১ / ৭
ক্লান্ত দুপুরে খাবার সংগ্রহ করতে মাঠে ব্যস্ত মৌমাছি
ছবি: পার্থ সরকার
২ / ৭
ঘোড়া দিয়ে ঘানিতে শর্ষের তেল তৈরি করছেন এক ব্যক্তি। মর্ডান মোড়, রংপুর, ২৭ মার্চ
ছবি: মাসুদার রহমান
৩ / ৭
নদীতে পানি অল্প। নদীর পাড়ে একটি লাঠির সঙ্গে বাধা আছে পরিত্যক্ত নৌকা। সেটি যেন স্মৃতিচিহ্ন হয়ে আছে! ছবিটি সম্প্রতি কুষ্টিয়ার গড়াই নদীর পাড় থেকে তোলা
ছবি: মারুফ হোসেন
৪ / ৭
সূর্যের কিরণের ঝিকিমিকি...। ছবিটি সম্প্রীতি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ গজ দূর থেকে তোলা
ছবি: পারভেজ হাসান।
৫ / ৭
সৌরভ ছড়িয়ে এসেছে লিচুর মুকুল, মধু আহরণে গুঞ্জনে মেতেছে ভ্রমর ও মৌমাছি। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান লিখন
৬ / ৭
করতোয়া নদীতে পাথরশ্রমিকদের কর্মব্যস্ততা। ছবিটি সম্প্রতি পঞ্চগড়ের ধাক্কামাড়া ব্রিজ এলাকা থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৭ / ৭
সভ্যতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন কাজের অনেক কিছুই যান্ত্রিক হয়ে গেছে। আগে যেসব কাজ কায়িক পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন করা হতো, তা বর্তমানে যন্ত্রের সাহায্য নিয়ে করা হচ্ছে। সভ্যতায় যান্ত্রিকতার ছোঁয়া স্পর্শ করায় রিকশা, সাইকেলের চাকায় কায়িকশ্রমের পাম্প দিয়ে বাতাস দেওয়ার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ফ্রিজের কমপ্রেশার মেশিন। কেউ কেউ আবার সেই সনাতন পদ্ধতির ধারাবাহিকতা থেকে বের না হয়ে ব্যবহার করছে সেটি। শরীরের প্রবল চাপ প্রয়োগ করে বাতাস দিচ্ছে রিকশায়। ছবিটি সম্প্রতি কুমিল্লার ধর্মসাগর প্রবেশের রাস্তা থেকে তোলা
ছবি: দেলোয়ার হোসেন