সভ্যতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন কাজের অনেক কিছুই যান্ত্রিক হয়ে গেছে। আগে যেসব কাজ কায়িক পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন করা হতো, তা বর্তমানে যন্ত্রের সাহায্য নিয়ে করা হচ্ছে। সভ্যতায় যান্ত্রিকতার ছোঁয়া স্পর্শ করায় রিকশা, সাইকেলের চাকায় কায়িকশ্রমের পাম্প দিয়ে বাতাস দেওয়ার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ফ্রিজের কমপ্রেশার মেশিন। কেউ কেউ আবার সেই সনাতন পদ্ধতির ধারাবাহিকতা থেকে বের না হয়ে ব্যবহার করছে সেটি। শরীরের প্রবল চাপ প্রয়োগ করে বাতাস দিচ্ছে রিকশায়। ছবিটি সম্প্রতি কুমিল্লার ধর্মসাগর প্রবেশের রাস্তা থেকে তোলাছবি: দেলোয়ার হোসেন