একজন ফেরিওয়ালা শহরের এ পাড়া থেকে ওই পাড়া, শহর থেকে মফস্বলে ফেরি করে বেড়ায়। পিঠে থাকে বড় চার-পাঁচটা বাক্স। এর কোনোটায় খেলনা, কোনোটায় চুড়ি, কোনোটায় কানের দুল, লিপস্টিক, নেইলপলিশ, ফিতাসহ নানা রকম গয়না থাকে। সিলেট শহরের পুলিশ লাইনস এলাকায় শীতের মেলায় দোকান দেয় এ ফেরিওয়ালা। মেলায় দিন-রাতের ক্লান্তিতে দোকানের বস্তার বিছানাতেই ঘুমিয়ে পড়ে অসময়ে।ছবি: দেলোয়ার হোসেন