পাঠকের ছবি

১ / ১০
রিকশা চালিয়ে ক্লান্ত হয়ে বলাই দার বাড়ির সামনে রিকশা রেখে দুপুরের খাবার খেতে বাড়ি এসেছেন দুলাল। খালি রিকশা পেয়ে দুরন্ত দুটি শিশু চড়ে বসেছে সেই রিকশায়। এ সময় ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় কোথাও যাওয়ার সময় কখনো রিকশার সিটে বসার সৌভাগ্য হতো না। বড়রা সিটে বসে আমাকে কোলের ওপর বসাতেন। কী যে কান্না পেত। আবার বড়বেলায় বন্ধুদের মধ্যে আমি সবচেয়ে হালকা-পাতলা বলে তিন বন্ধু একসঙ্গে রিকশায় ওঠা মানে আমাকেই ওপরে বসতে হতো। কিন্তু এ শহরে বৃষ্টিভেজা পথে একা ঝুম বৃষ্টিতে ভিজতে যে কী আনন্দ, তা যে ভিজেছে সে-ই কেবল জানে। তখন শৈশবের সেই সিটে বসতে না পারার দুঃখ বৃষ্টির জলে ধুয়েমুছে একাকার হয়ে যায়। ছবিটা সম্প্রতি পাবনার বেড়া থানার বনগ্রাম চুনেপাড়া থেকে তোলা
ছবি: রোজিনা রাখী
২ / ১০
কাঁচা তাল উঠেছে বাজারে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাও বাড়ছে এই তালের শাঁসের। ক্রেতাদের চাহিদা বেশি থাকায় বিক্রি হচ্ছে বেশ চড়া দামেই। ছবিটি গাইবান্ধার শিল্পকলা একাডেমি এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: কনক আহাম্মেদ
৩ / ১০
শশী লজ, স্থানীয় ভাষায় রাজবাড়ি। এর ভেতর শতবর্ষ পুরোনো এই পুকুরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে হেলে পড়া গাছটি। ছবিটি সম্প্রতি ময়মনসিংহ শহরের শশী লজ থেকে তোলা
ছবি: শুভ গোয়ালা
৪ / ১০
চিরচেনা বাঙ্গালী নদী। ছবিটি গাইবান্ধার সাঘাটার মেলান্দহ সেতুর ওপর থেকে সম্প্রতি তোলা
ছবি: সাজেদুর আবেদীন শান্ত
৫ / ১০
করতোয়া নদীর পারে ধানের বীজতলার পরিচর্যা করছেন কিষানি। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৬ / ১০
কৃষ্ণচূড়ার শোভায় সজ্জিত প্রকৃতি। উত্তরা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমী ভৌমিক
৭ / ১০
বর্ষার শুরুতেই মিলবে কদমের সৌরভ। গ্রামে গাছে গাছে ফুটে থাকা কদম ফুল বর্ষার প্রকৃতিতে এনে দেয় নজরকাড়া সৌন্দর্য। গ্রামাঞ্চলে নদীর তীরে, খোলা প্রান্তরে প্রচুর কদমগাছ চোখে পড়ে। গাইবান্ধার খানকা শরিফ এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কনক আহাম্মেদ
৮ / ১০
পরিচর্যা। রোদে লাল মরিচ শুকাতে ব্যস্ত সময় পার করছেন এই নারী। ছবিটি গাইবান্ধার ফুলছড়ি ইউনিয়ন থেকে সম্প্রতি তোলা
ছবি: কনক আহাম্মেদ
৯ / ১০
ঘোড়ার গাড়িতে করে খেতের ধান বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ছবিটি মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ উপজেলার হরিণসিংহা গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
১০ / ১০
ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে নগদ অর্থ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সম্প্রতি বিতরণ করে ‘ছাবেরা ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চরফ্যাশন, ভোলা
ছবি: হাসান মাহমুদ শুভ