নাগরিক ছবি

১ / ১৩
নিলুফার বাবা আবুল কাশেম কৃষ্ণপুর গ্রামের গাড়োয়ান, মূলত তিনি মহিষের গাড়িচালক। প্রতিদিন দুপুরে বাবা তাঁর খেপ থেকে ফিরলে নিলুফার দায়িত্ব হলো প্রখর রোদ্দুরে পোড়া মহিষটিকে গোসল করানো। গরু, মহিষ ও ঘোড়ার গাড়ি এখন অনেকটা বিলুপ্ত হয়ে গেলেও এখনো প্রত্যন্ত গ্রামের মেঠোপথে শস্য ও পণ্য আনা-নেওয়ার জন্য গরু, মহিষ ও ঘোড়াগাড়ির প্রচলন লক্ষ করা যায়। তাই তো শুকনা মৌসুমে খালে জমে থাকা জলে এভাবেই নিলুফা রোজ তার প্রিয় মহিষটিকে গোসল করায়। ছবিটি গত মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃষ্ণপুর ঝড়াঘাট পাড় এলাকা থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
২ / ১৩
উব্দাখালী নদীতে জোয়ার এসেছে। জোয়ারের পানির সঙ্গে অনেক মাছও আসে। নিজস্ব কায়দায় নৌকা দিয়ে মাছ ধরতে ব্যস্ত জেলেরা। নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৩ / ১৩
বড় বিলার পাড়ে পালিত পাতিহাঁস পরিচর্যায় ব্যস্ত ছোট্ট খামারি। ছবিটি সম্প্রতি রংপুরের বড় বিলা থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৪ / ১৩
সবুজ পাতায় শিশিরকণা। ছবিটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামালপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. জাফর আলী
৫ / ১৩
পুকুরের মালিকের মাছ ধরা শেষ। সবাই মাছ ধরে চলে যাওয়ার পর এই শিশু নেমেছে মাছ ধরতে। শিশুটিকে দেখে শৈশবের সেই হারানো দিনগুলোর কথা মনে পড়ে গেল। ছবিটি সম্প্রতি ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের মুন্সীরহাট থেকে তোলা। ছবি: মারুফ হোসেন
৬ / ১৩
সূর্য হাসে আকাশ বুকে, জানায় সুপ্রভাত, অরুণ আভায় শুদ্ধ হোক সহস্র প্রভাত। ছবিটি সম্প্রতি বঙ্গবন্ধু যমুনা সেতু থেকে তোলা
ছবি: বিশাল সাহা
৭ / ১৩
গোধূলিলগ্নে সুয্যি মামার অপরূপ রক্তিম আভা আছড়ে পড়েছে দিঘির জলে। এই দৃশ্য মানবমন আর প্রকৃতির সঙ্গে গড়ে তুলেছে একধরনের সখ্য। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। ছবিটি ফেনীর বিজয় সিংহ দিঘি থেকে সম্প্রতি তোলা
ছবি: ইমরান ইমন
৮ / ১৩
কিষানি ধানখেতের পরিচর্যা করছেন। তাঁদের পরিশ্রমেই গ্রামীণ মাঠগুলো সবুজে ভরে উঠেছে। কাঠগর, পীরগঞ্জ, রংপুর, ১৭ মার্চ
ছবি: মাসুদার রহমান
৯ / ১৩
শহর থেকে গ্রামাঞ্চল—সর্বত্রই এখন হাতের নাগালে পাওয়া যায় মাদক। বাদ নেই শিক্ষাপ্রতিষ্ঠানের অলিগলিও। বয়োবৃদ্ধদের মাদক সেবনের প্রভাব পড়ছে উঠতি বয়সী কিশোর, যুবক, এমনকি শিশুদের মধ্যেও। করোনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এসব জায়গায় গড়ে উঠেছে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ বিচরণক্ষেত্র। ছবিটি সম্প্রতি রাজশাহীর শাহ সুলতান রহমানিয়া কামিলা মাদ্রাসার পাশ থেকে তোলা
ছবি: রাব্বী হাসান সবুজ
১০ / ১৩
ফুল একটি শৌখিন জিনিস। ভালোবাসারও প্রতীক। মানুষ ফুলের বাগান করে শখের বসে। শখের বাগানগুলো বাসার ছাদে, টবে বা বাড়ির আঙিনায় করে থাকে। কেউ আবার তা পেশা হিসেবে নিয়ে স্বাবলম্বীও হয়েছে। শালবন বিহান, কুমিল্লা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইমতিয়াজ হাসান রিফাত
১১ / ১৩
বাড়ির আঙিনায় ক্যাকটাস রোজ। ক্যাকটাস রোজের আলোয় আলোকিত হয়ে উঠেছে বাড়ির আঙিনা। ছবিটি সম্প্রতি বান্দরবান থেকে তোলা
ছবি: সুমাইয়া ইসলাম রাহা
১২ / ১৩
গোধূলি বিকেল পেরিয়ে প্রকৃতির বুকে যখন অন্ধকারযুক্ত সন্ধ্যা নেমে আসে। ছবিটি চট্টগ্রাম হালিশহর থেকে সম্প্রতি তোলা
ছবি: আরিফুল ইসলাম
১৩ / ১৩
তিস্তা সড়ক সেতু। সেতুটি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলাকে বিভাগীয় শহর রংপুরের সঙ্গে যুক্ত করেছে। অনতিদূরে ১০০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস বুকে লালন করে দাঁড়িয়ে আছে তিস্তা রেল সেতু
ছবি: সাইয়াদুর রহমান শাওন