নিলুফার বাবা আবুল কাশেম কৃষ্ণপুর গ্রামের গাড়োয়ান, মূলত তিনি মহিষের গাড়িচালক। প্রতিদিন দুপুরে বাবা তাঁর খেপ থেকে ফিরলে নিলুফার দায়িত্ব হলো প্রখর রোদ্দুরে পোড়া মহিষটিকে গোসল করানো। গরু, মহিষ ও ঘোড়ার গাড়ি এখন অনেকটা বিলুপ্ত হয়ে গেলেও এখনো প্রত্যন্ত গ্রামের মেঠোপথে শস্য ও পণ্য আনা-নেওয়ার জন্য গরু, মহিষ ও ঘোড়াগাড়ির প্রচলন লক্ষ করা যায়। তাই তো শুকনা মৌসুমে খালে জমে থাকা জলে এভাবেই নিলুফা রোজ তার প্রিয় মহিষটিকে গোসল করায়। ছবিটি গত মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃষ্ণপুর ঝড়াঘাট পাড় এলাকা থেকে তোলাছবি: ইমতিয়াজ আহমেদ