নাগরিক ছবি

১ / ১৭
দিনের শুরুতে দিগন্তবিস্তৃত সবুজ ফসলের মাঠ। ঝিনাইদহ, ৩ এপ্রিল
ছবি: তাজওয়ার আহমেদ
২ / ১৭
করোনা সংক্রমণের জন্য শিশুরা একধরনের ঘরবন্দী অবস্থাতেই রয়েছে। তবে সেই সুযোগ সব শিশুর নেই। তেমনই একজন পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের কাওসার। সিলেট দক্ষিণ সুরমা এক বস্তিতে মায়ের সঙ্গে থাকে সে। সেখানকারই একটি স্কুলের শিক্ষার্থী কাওসার। বাবা যেন থেকেও নেই। তাই রোজগারের পথ খুঁজে নিতে হয়েছে তাকেই। সারা দিন ঘুরে তার আয় হয় ২০০ থেকে ৩০০ টাকা। স্কুলে দীর্ঘ সময় ধরে পাঠদান বন্ধ থাকায় মাকে সাহায্য করছে সে। সিলেট দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে সম্প্রতি তোলা
ছবি: আহমেদ শাহীন
৩ / ১৭
বইমেলা শেষে খালি হবে বেঞ্চগুলো। সুস্থ একসময়ে ভরে উঠবে নতুন সব দিন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আবীর মোদক
৪ / ১৭
শীতের ফুল বিজি লিজি (Busy Lizzie)। তবে শীতে উপযুক্ত পরিবেশ না পেলে গরমেও ফোটে এটি। এ ফুলের নামটা যেমন অদ্ভুত, তেমনি ফুলটা দেখতেও অদ্ভুত সুন্দর। এটি লাল, কমলা, হলুদসহ বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে এ দেশে একক পাপড়ির ফুল হিসেবে কমলা রঙের বিজি লিজি অধিক জনপ্রিয়। এ ফুলের রঙের মতোই নামও রয়েছে বেশ কয়েকটি। ছবিটি সম্প্রতি গুলশান লেকের পার্শ্ববর্তী একটি বাড়ির আঙিনা থেকে তোলা
ছবি: তুফান মাজহার খান
৫ / ১৭
শিশু–কিশোররা অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে প্রবলভাবে। তাদের হাতে মোবাইলের বদলে ব্যাট–বল দিন। এতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। বাধাল, কচুয়া, বাগেরহাট, ১ এপ্রিল
ছবি: সুকান্ত দাস
৬ / ১৭
বাংলাদেশের ‘কালো সোনা’খ্যাত পেঁয়াজ ফুল। আর কিছুদিন পরেই ফুল থেকে হবে কালো রঙের বীজ, যা থেকে আমরা পেঁয়াজ উৎপাদন করি। আর হ্যাঁ, পেঁয়াজ বীজ উচ্চ দামের হয়ে থাকে, তাই একে কালো সোনা বলে অভিহিত করা হয়। বিশেষত, ফরিদপুর অঞ্চলে প্রচুর পরিমাণে কালো সোনা উৎপাদিত হয়। গৌরীপুর, বোয়ালমারী, ফরিদপুর, ১ এপ্রিল
ছবি: মো. বিল্লাল হোসেন
৭ / ১৭
গণ বিশ্ববিদ্যালয়ে মুগ্ধতা ছড়াচ্ছে কাশফুল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রাকিবুল হাসান
৮ / ১৭
এই তপ্ত দুপুরে ঘুমের ঝিমুনি আসেই। এই বিড়ালছানাটিও ব্যতিক্রম নয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাংশা, রাজবাড়ী, ২ এপ্রিল
ছবি: এমদাদুল এমু
৯ / ১৭
ভাটি বাংলায় বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। কৃষক ধান কেটে বাড়ি নিয়ে আসার জন্য বাঁশ দিয়ে ভারবাহী তৈরিতে ব্যস্ত। নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে সম্প্রতি ছবিটি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
১০ / ১৭
প্রচণ্ড তাপে খেতেই নষ্ট হচ্ছে টমেটো। দাম কম থাকায় খেত থেকে কৃষকও তুলছেন না টমেটো। ছবিটি জামালপুরের মেলান্দহ উপজেলার ছবিলাপুর থেকে ২ এপ্রিল তোলা
ছবি: রকিব হাসান
১১ / ১৭
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষিপ্রধান দেশ হওয়ায় এখানে কৃষক বিভিন্ন ফসল উৎপাদন করে থাকেন। উৎপাদিত ফসলের মধ্যে ধান এ দেশে প্রধান ফসল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সিনথিয়া সুমি
১২ / ১৭
তখন রাত ১২টা ১০ মিনিট। নির্ঘুম রাত জেগেছি বহু, দেখেছি মেঘের কোলে চাঁদের হাসি। সেই চাঁদের হাসির মগ্ন-শুভ্র ভেলায় মিশতে গিয়ে আমি হয়েছি সন্ন্যাসী। ছবিটি সম্প্রতি ভোলার চরফ্যাশন এলাকা থেকে তোলা
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৭
খেটে খাওয়া শ্রমজীবী মানুষ দিনভর ব্যস্ত কাজে ব্যস্ত। কাজ করছেন নির্মাণাধীন ভূমি অফিসের রাস্তার। শ্রীবরদী, শেরপুর, ২ এপ্রিল
ছবি: তায়েবুর রহমান
১৪ / ১৭
খোলা আকাশের নিচে বিক্রি হচ্ছে প্যাকেটজাতহীন মাস্ক। মাস্কের ওপর মাছির আনাগোনা ও আশপাশের ধুলোবালুর রাজত্ব। এমন পরিস্থিতিতে কতটা সুরক্ষা দেয় এমন প্যাকেটজাতহীন খোলা বাজারের মাস্ক তা নিয়ে সন্দেহ থেকে যায়। ছবিটি ১ লা এপ্রিল রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে থেকে তোলা। ছবি: রাব্বী হাসান
১৫ / ১৭
মরণফাঁদ পেতে সড়কের পাশে বসে আছে অসংরক্ষিত ম্যানহোল। ময়মনসিংহ আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি
ছবি: সৌরভ বর্মণ
১৬ / ১৭
সবুজ ধানখেতের আইল দিয়ে হেঁটে যাওয়া কিশোরীর কোলে ছাগলছানা। এ যেন আবহমান বাংলার চিরায়ত রূপ। ছবিটি ৩০ মার্চ রংপুরের পীরগঞ্জ উপজেলার রামপুর গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
১৭ / ১৭
সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনের ঘোষণা হয়েছে। ৫ এপ্রিল থেকে ট্রেন বন্ধের কারণে যাত্রীদের উপচে পড়া ভিড়। যেখানে নেই কোনো স্বাস্থ্যবিধির লেশমাত্র। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন, পোড়াদহ স্টেশন, কুষ্টিয়া, ৪ এপ্রিল
ছবি: মো. শফিউল্লাহ