এক জমি থেকে অন্য জমি, মাঠের পর মাঠ, যত দূর চোখ যায় যেন সোনালি ফসলের ঝিলিক। রোদের আলোয় পাকা-আধা পাকা ফসল সোনালি রঙে চিকচিক করে। কোথাও ধান কাটা হচ্ছে, কোথাও মাড়াই চলছে পুরোদমে। বসন্তের আমেজে উৎসবমুখর পরিবেশে মাঠে মাঠে এখন বোরো ধান কাটার ধুম লেগেছে। মাঠের সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আর কৃষক পরিবারগুলোতে চলছে ফসল বরণের প্রস্তুতি। সিলেটের সীমান্তবর্তী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: আহমেদ শাহীন