এ দেশের প্রান্তে প্রান্তে সবুজের সমারোহ যেন সবার মন কেড়ে নেয়। বিশেষ করে, অর্থকরী প্রতিটি সবুজ শস্য বাংলার কৃষকের মুখে অনন্য এক সুখময় হাসি এনে দেয়। এর মধ্যে ধান অন্যতম। ছবিটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামালপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা।ছবি: মো. জাফর আলী