প্রকৃতি পরিবর্তনের সঙ্গে, জীবন ও জীবিকার ধরনও বদলায়। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রাম থেকে তোলাছবি: মাসুদার রহমান
২ / ১২
নদী পারাপার। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদী থেকে ১২ মার্চ ছবিটি তোলাছবি: তুহিন ওয়াদুদ
৩ / ১২
কষ্ট শেষে প্রাপ্তির হাসিতে মুগ্ধ হন কৃষক, যখন তাঁর আহার মাথায় করে বাড়িতে নিয়ে যান। গ্রামবাংলার এমন দৃশ্য প্রতিনিয়ত আমাদের মুগ্ধ করেছবি: মো. সোহেল রানা
৪ / ১২
গ্রামীণ পথে প্রকৃতির সঙ্গে নারীর হেঁটে চলা। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রাম থেকে তোলাছবি: মাসুদার রহমান
পল্লিগ্রামে এখনো অহরহ বাঁশবাগান দেখা যায়। ঘন ঘন বাঁশবিশিষ্ট এসব বাগান যেন শেয়াল, বনবিড়ালের অভয়াশ্রম। পাখিদের প্রধান মাথা গোঁজার ঠাঁই বললেও ভুল হবে না। ছবিটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী গ্রাম থেকে তোলাছবি: শাহ মুহাম্মদ আবদুল্লাহ
৭ / ১২
আবহমান বাংলার মুখ। সম্প্রতি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে ছবিটি তোলাছবি: সৌরভ বর্মন গৌতম