নাগরিক ছবি

১ / ১২
প্রকৃতি পরিবর্তনের সঙ্গে, জীবন ও জীবিকার ধরনও বদলায়। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
২ / ১২
নদী পারাপার। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদী থেকে ১২ মার্চ ছবিটি তোলা
ছবি: তুহিন ওয়াদুদ
৩ / ১২
কষ্ট শেষে প্রাপ্তির হাসিতে মুগ্ধ হন কৃষক, যখন তাঁর আহার মাথায় করে বাড়িতে নিয়ে যান। গ্রামবাংলার এমন দৃশ্য প্রতিনিয়ত আমাদের মুগ্ধ করে
ছবি: মো. সোহেল রানা
৪ / ১২
গ্রামীণ পথে প্রকৃতির সঙ্গে নারীর হেঁটে চলা। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৫ / ১২
নৌকার মাঝি শিশু। তিস্তা নদী, রাজারহাট উপজেলা, কুড়িগ্রাম, ১২ মার্চ
ছবি: তুহিন ওয়াদুদ
৬ / ১২
পল্লিগ্রামে এখনো অহরহ বাঁশবাগান দেখা যায়। ঘন ঘন বাঁশবিশিষ্ট এসব বাগান যেন শেয়াল, বনবিড়ালের অভয়াশ্রম। পাখিদের প্রধান মাথা গোঁজার ঠাঁই বললেও ভুল হবে না। ছবিটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী গ্রাম থেকে তোলা
ছবি: শাহ মুহাম্মদ আবদুল্লাহ
৭ / ১২
আবহমান বাংলার মুখ। সম্প্রতি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে ছবিটি তোলা
ছবি: সৌরভ বর্মন গৌতম
৮ / ১২
তিস্তার চরে ঘাস কেটে বাড়ি ফিরছে শিশুরা। রাজারহাট উপজেলা, কুড়িগ্রাম, ১২ মার্চ
ছবি: তুহিন ওয়াদুদ
৯ / ১২
গ্রামের সবুজ ধানখেতের সঙ্গে লাল কলার মোচার যেন নিবিড় সম্পর্ক। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার নখারপাড়া গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
১০ / ১২
পুকুরপাড়ে ঝুমকো জবা। ছবিটি সম্প্রতি ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের মুন্সিরহাট বাজার থেকে তোলা
ছবি: মারুফ হোসেন
১১ / ১২
অশোক ফুল। রংপুর চিড়িয়াখানা, ১৬ মার্চ
ছবি: তুহিন ওয়াদুদ
১২ / ১২
জীবন ও জীবিকা। সুতিয়া নদী, ত্রিশাল, ময়মনসিংহ, ১৯ মার্চ
ছবি: সৌরভ বর্মন গৌতম