নদীমাতৃক এ দেশে নদ–নদীই যেন প্রাণের উৎস। ভারতের চেরাপুঞ্জি পাহাড়ে উৎপত্তি হয়ে সিলেটের ভোলাগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ধলাই নদ। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছে এ নদ যেন চির আপন। বর্ষায় যেমন মাছ দিয়ে পূরণ করছে আমিষের চাহিদা, তেমনি শুকনা মৌসুমে দিচ্ছে বালু, পাথর। তীরবর্তী এলাকায় কিছু কিছু স্থানে আবার চাষ হচ্ছে নানান জাতের সবজি। এ ছাড়া সাদা পাথর হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট, ১৪ মার্চছবি: রফিকুল ইসলাম রেজা