নাগরিক ছবি

১ / ১৬
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এ দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বর্ণিল সাজে সেজেছে ঢাকা কলেজ। কলেজ গেট, ঢাকা, ১৬ মার্চ
ছবি: মু. সায়েম আহমাদ
২ / ১৬
লিচু ফুল। এ রকম প্রস্ফুটিত ফুলে ফুলে দেশের বহু স্থানেই নব সাজে সেজেছে লিচুবাগানগুলো। লিচু ফুলের গন্ধ ও গুনগুন করে মৌমাছির মধু সংগ্রহের দৃশ্য যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যেরই বহিঃপ্রকাশ। ছবিটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামালপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. জাফর আলী
৩ / ১৬
বাঙালির মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। শিশুদের জন্য অনলাইনে আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে। এরপর শোভাযাত্রাসহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। প্রশাসনিক ভবনের সামনে থেকে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা, বেলুন ওড়ানো, পায়রা অবমুক্তকরণ করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল হয়
ছবি: হুমায়ুন কবির
৪ / ১৬
নদীমাতৃক এ দেশে নদ–নদীই যেন প্রাণের উৎস। ভারতের চেরাপুঞ্জি পাহাড়ে উৎপত্তি হয়ে সিলেটের ভোলাগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ধলাই নদ। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছে এ নদ যেন চির আপন। বর্ষায় যেমন মাছ দিয়ে পূরণ করছে আমিষের চাহিদা, তেমনি শুকনা মৌসুমে দিচ্ছে বালু, পাথর। তীরবর্তী এলাকায় কিছু কিছু স্থানে আবার চাষ হচ্ছে নানান জাতের সবজি। এ ছাড়া সাদা পাথর হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট, ১৪ মার্চ
ছবি: রফিকুল ইসলাম রেজা
৫ / ১৬
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার শ্রমজীবী শিশুদের মধ্যে টি-শার্ট বিরতণ করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের সদস্যরা
ছবি: সংগৃহীত
৬ / ১৬
শিক্ষা প্রতিটা শিশুর অধিকার। আর এ অধিকার থেকে যেন সুবিধাবঞ্চিত বেদে শিশুরাও বাদ না পড়ে, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সেভ দ্য টুমোরো ভৈরব টিম। সেভ দ্য টুমোরো স্কুল (ক্যাম্পাস ৮) কমলপুর, হাইওয়ে থানার পেছনে, ভৈরব, কিশোরগঞ্জ, ১৫ মার্চ
ছবি: হাসানুর রহমান।
৭ / ১৬
সুহা আর স্পর্শিয়া সম্পর্কে চাচাতো বোন। সকালে উঠেই মাকে রোজ গৃহস্থালির কাজে বিরক্ত করে তারা। আদতে গ্রামের বাড়িগুলোতে বেশির ভাগ গৃহের কাজ করতে হয় পরিবারের বউদের। তাই ঘরের কাজ সামলাতে এবং এই গরমে প্রিয় সন্তানদের বিনোদনের ব্যবস্থার জন্য বাড়ির পাশে এভাবেই সুপারি গাছের সঙ্গে প্লাস্টিকের বস্তা দড়ি দিয়ে বেঁধে দোলনা বানিয়ে দেন মা। আর তাতে চড়ে দুলছিল শিশু দুটি। মূলত গ্রামেই হাতে তৈরি শিশুদের বিনোদনের এমন চমৎকার মাধ্যম তথা শৈশবের চিহ্নগুলো চোখে পড়ে এখনো। ছবিটি গতকাল মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বড়খিলা গ্রাম থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৮ / ১৬
ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, ইজিবাইকসহ ছোট-বড় যানবাহন। তবে ঝুঁকিপূর্ণ জায়গাটিতে একটি বাঁশ পুঁতে তাতে কাপড় বেঁধে বিপৎসংকেত দেখানো হয়েছে। সিলেটের রিকাবীবাজার স্টেডিয়াম মার্কেটের সামনে থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আহমেদ শাহীন
৯ / ১৬
১৭ মার্চ ২০২১ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বর্ণিল সাজের দেখা মিলল রংপুরের পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সাজ দেখতে দর্শনার্থীদের ভিড়ও জমেছে। পীরগঞ্জ, রংপুর, ১৬ মার্চ
ছবি: মাসুদার রহমান
১০ / ১৬
পুরোনো গাছে নতুন পাতা, সঙ্গে সূর্যের আবরণ! ছবিটি সম্প্রতি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সাদুবাজার থেকে তোলা
ছবি: সোহানুর রহমান সোহাগ
১১ / ১৬
শীত বিদায় নিয়েছে। তার প্রমাণ হিসেবে রেখে গেছে পত্রশূন্য বৃক্ষ। ছবিটি সম্প্রতি ঝিনাইদহ জেলা থেকে তোলা
ছবি: ফাহিমা ইসলাম।
১২ / ১৬
সূর্যমুখী ফুলে নতুনরূপে সেজেছে উপকূলীয় অঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ
ছবি: ফারজানা প্রকৃতি
১৩ / ১৬
নগরীর বারান্দায় ফুটেছে পেঁয়াজ ফুল। রাজধানীর মোহাম্মদপুরের এক বাসার বারান্দা থেকে সম্প্রতি তোলা
ছবি: মানসুরা হোসাইন
১৪ / ১৬
আজকাল শিক্ষা সফরগুলোতে তেমন শেখার কিছুই থাকে না। তবে ব্যতিক্রম ছিল কুমিল্লা বিএনসিসির সিলেট সফরটা। পুরো সফরে তারা আনন্দের পাশাপাশি ওই স্থানের ইতিহাস ঐতিহ্য নিয়েও ধারণা নেয়। মাধবপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার, ১৪ মার্চ
ছবি: আবু জাফর
১৫ / ১৬
দিন শেষে সূর্য অস্ত যাচ্ছে পরদিন আবার নতুন উদ্যমে তেজোদ্দীপ্ত হয়ে উদয় হবে বলে। সূর্যের অস্তমিত আলো লম্বালম্বি হয়ে প্রতিফলিত হচ্ছে উব্দাখালী নদীর তীরে। অস্তমিত সূর্য, আঁকাবাঁকা নদীর দুই কূলে গ্রামের সেকি নয়নাভিরাম দৃশ্য! ছবিটি নেত্রকোনার উব্দাখালী নদীর চত্রংপুর এলাকা থেকে তোলা
ছবি: কল্যাণী কিসিম কাকলী
১৬ / ১৬
মধু সংগ্রহ করা একটি কঠিন কাজ। সেটি সবাই পারে না। কারণ, মৌমাছির আক্রমণের একটি বিষয় আছে। একসঙ্গে অনেকগুলো কামড় দিলে জীবনের জন্য হুমকিও হতে পারে। তবু জীবিকার তাগিদে অনেকে ঝুঁকি নিয়ে মধু সংগ্রহের কাজ করেন। ছবিটি নাটোরের বড়াইগ্রাম উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা হয়েছে
ছবি: তানিউল করিম জীম