কুয়াশাচ্ছন্ন শীতের গ্রাম

শীতকালজুড়ে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের ব্যাপকতা দেখা যায়। তেমনি উত্তরের রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে চার কিলোমিটার দূরে বড়বিলার পাশে নখারপাড়া গ্রামে শীতের ভোরে দেখা মিলল শীতের সঙ্গে গ্রামের সহজ-সরল মানুষগুলোর জীবন–জীবিকা। কুয়াশা ভেদ করে ভোরের সূর্য, শিশিরভেজা নরম ঘাসের গালিচা, কুয়াশার চাদরে ঢাকা গ্রাম যেন প্রকৃতির এক অপরূপ দৃশ্য। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৯
ভোরের কুয়াশার চাদর মুক্ত করে পুব আকাশে উঠছে সূর্য
২ / ৯
কুয়াশার চাদরে ঢাকা ভোরে গ্রামের মেঠোপথ ধরে কাজের জন্য মাঠে যাচ্ছেন কৃষিশ্রমিক
৩ / ৯
কুয়াশামাখা ভোরে বীজতলা থেকে বোরো ধানের চারা সংগ্রহ করছেন কৃষক
৪ / ৯
তীব্র শীত ও কুয়াশার মধ্যেও কাজের জন্য মাঠে যাচ্ছেন কৃষিশ্রমিক
৫ / ৯
শীতের সকালে ধান শুকানোর খলা তৈরি করছেন এই নারী
৬ / ৯
শীতের সকালে হাঁসের দল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি
৭ / ৯
গ্রামের মেঠোপথে ঘাসের ওপর শিশির কণা জমেছে
৮ / ৯
কুয়াশাচ্ছন্ন ভোরে সবজিখেতে কাজ করছেন কৃষক
৯ / ৯
কুয়াশার চাদরে ঢাকা মাঠ। কাজের উদ্দেশ্যে বের হয়েছেন খেটে খাওয়া মানুষ।