পাঠকের ছবি (৩০ ডিসেম্বর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
কনকনে শীতের সন্ধ্যায় কিছুটা উষ্ণতা পেতে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে বসে আছে ছোট শিশুরা। ছবিটি ঢাকার মিরপুর-১২ এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: জহিরুল ইসলাম
২ / ৭
সেন্ট মার্টিন থেকে ফেরার পথে গাঙচিলের গার্ড অব অনার!
ছবি: সবুজ
৩ / ৭
তেঁতুলিয়া নদীতে পশ্চিম আকাশে অস্তমিত হচ্ছে সূর্যমামা। সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর এলাকা থেকে ছবিটি তোলা
ছবি: মো. সোয়েব মেজবাহউদ্দিন
৪ / ৭
‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ প্রকৃতির সঙ্গে প্রাণের এমন সহজপ্রাপ্যতা আর কোথাও কি এত সহজে দৃশ্যমান হয়! ফটিকছড়ি, চট্টগ্রাম
ছবি: সঞ্জয় দেবনাথ
৫ / ৭
ভোরের আলো ফোটার পর সকালের বরিশালের সদরঘাট এলাকার চিত্র। ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো এখানে নোঙর করা হয়েছে
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৬ / ৭
একটুখানি রোদ, এক ফোঁটা মধু ফুলের মাঝেই থেমে থাকা ব্যস্ততার গল্প। কাকরাইল গির্জা, কাকরাইল, ঢাকা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৭ / ৭
শীত থেকে বাঁচার চেষ্টা। রায়গঞ্জ, সিরাজগঞ্জ
ছবি: সাদিয়া আলম রূপন্তী