পাঠকের ছবি (৩১-১২-২০২৪)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
কুয়াশার চাদরে মোড়ানো সকালের গল্প, যেখানে পথিকেরা হারিয়ে যায় প্রকৃতির আবেশে। কুয়াশাচ্ছন্ন সকালে বেরিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: এ টি এম মাহফুজ
২ / ৯
গ্রামের দীঘিতে শাপলা। হলদেবুনিয়া, মোংলা, বাগেরহাট, ৩০ ডিসেম্বর
ছবি: এলিস সানু মণ্ডল
৩ / ৯
নদীপথের প্রহরী বুড়িগঙ্গা রেলসেতু। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ৯
যেখানে যান্ত্রিক বাহনও নির্ভরশীল মাঝির দক্ষ বৈঠার ওপর। শংকরপাশা খেয়াখাট, নওয়াপাড়া, যশোর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সজীবুর রহমান
৫ / ৯
শীতের মিষ্টি রোদে কুকুরগুলো ঘুমিয়ে নিচ্ছে। সান্তাহার রেলওয়ে স্টেশন জংশন, আদমদীঘি উপজেলা, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৯
পড়ন্ত বিকেলে সবুজ মাঠের দৃশ্য বেশ মনোরম হয়ে থাকে। এ সময় সূর্যের আলো সফেদ মেঘগুলোর মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে, মাঠের সবুজ ঘাসের ওপর একটি সোনালি আভা তৈরি করে। পাখির গান এবং ঠান্ডা হাওয়া সেই পরিবেশকে আরও সপ্রাণ করে তোলে। এমন দৃশ্যে হাঁটা বা বসে প্রশান্তি লাভ করা যায়। জীবননগর, বৈদ্যনাথপুর, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলা
মো: জুয়েল রানা
৭ / ৯
গ্রামের চায়ের দোকানে মুরুব্বিদের টেলিভিশন দেখার আসর। ছবিটি যশোরের চৌগাছার রুস্তমপুর বাজার থেকে সম্প্রতি তোলা
ছবি: এ টি এম মাহফুজ
৮ / ৯
শর্ষে ফুল, তোমার হলুদ শাড়িটি আমার প্রেয়সীর (গ্রামের) গায়ে জড়ানো। বেগমগঞ্জ, উলিপুর, কুড়িগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. নুর আলম সিদ্দিক
৯ / ৯
নদীপারের মানুষের জনজীবন, যেখানে নৌকাই তাঁদের একমাত্র বাহন। শংকরপাশা খেয়াখাট, নওয়াপাড়া, যশোর। ছবিট সম্প্রতি তোলা
ছবি: সজীবুর রহমান