পড়ন্ত বিকেলে সবুজ মাঠের দৃশ্য বেশ মনোরম হয়ে থাকে। এ সময় সূর্যের আলো সফেদ মেঘগুলোর মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে, মাঠের সবুজ ঘাসের ওপর একটি সোনালি আভা তৈরি করে। পাখির গান এবং ঠান্ডা হাওয়া সেই পরিবেশকে আরও সপ্রাণ করে তোলে। এমন দৃশ্যে হাঁটা বা বসে প্রশান্তি লাভ করা যায়। জীবননগর, বৈদ্যনাথপুর, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলামো: জুয়েল রানা