পাঠকের ছবি (১২ নভেম্বর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
জেলেদের মাছ ধরার নৌকা। অদূরে পাহাড়ে ঘেরা মিয়ানমার। নাফ নদী, শাহপরীর দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অপু আহমেদ
২ / ৯
প্রকৃতি ও প্রযুক্তির সম্মিলন। তারপরও আমাদের প্রত্যাশা সবুজের রাজত্ব হবে, স্বস্তিতে কাটবে আমাদের সময়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৩ / ৯
আখের কাটিং লাগানো হয়েছে। সেখান থেকে চারা তৈরি হচ্ছে। এগুলো পরে মূল জমিতে লাগানো হবে। চর রমনীমোহন ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৪ / ৯
হেমন্তের আকাশে উড়ে বেড়াচ্ছে একঝাঁক পায়রা। লক্ষ্মীবাজার, ঢাকা, ১০ নভেম্বর ২০২৫
ছবি: হাফিজুন নাহার
৫ / ৯
শাহপরীর দ্বীপ জেটি। অদূরে পাহাড়ে ঘেরা মিয়ানমার। নাফ নদী, শাহপরীর দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অপু আহমেদ
৬ / ৯
তেঁতুলিয়ার মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে শ্বেতশুভ্র বরফে মোড়া পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভারতের সিকিম ও নেপাল সীমান্তে এর রাজকীয় চূড়া অবস্থিত, যা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে। ছবিটি পঞ্চগড়ের তেঁতুলিয়া ডাকবাংলো এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৯
দূষণে ঢাকা এ শহরে একটুখানি সবুজের সমারোহ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মাইফুল জামান ঝুমু
৮ / ৯
সূর্যোদয়ের আলোয় ঝলমল করছে বগুড়ার শাজিমেক–এর বাগানে ফুটে থাকা শত শত লজ্জাবতী ফুল। ১০ নভেম্বর ২০২৫
ছবি: রাজু আহমেদ রকি
৯ / ৯
নিমগাছি থেকে তাড়াশ যাওয়ার রাস্তার দুই ধারে রয়েছে খাল। বর্তমানে পানি কমে এসেছে খালে, তাই হাতজাল দিয়ে ছোট মাছ ধরে বাড়ি ফিরছেন তিনি। পৌষার, তাড়াশ, সিরাজগঞ্জ, ৯ নভেম্বর ২০২৫
ছবি: দুর্জয় কুমার মাহাতো