পাঠকের ছবি (১৭ জুলাই ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
সন্ধ্যার গোধূলিছোঁয়ায় বন্দরে জাহাজের সারি, প্রকৃতির রঙে শান্তির আহ্বান। পতেঙ্গা, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সূর্য দাস
২ / ৮
যেন অতি গুরুত্বপূর্ণ ‘সভা’ চলছে। এখানে বক্তা, শ্রোতা ও উদাসীন সদস্য সবাই উপস্থিত! তালতলা, ব্রাহ্মণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৩ / ৮
মায়ের একটু দূরেই সে শুয়ে ছিল। ছবি তুলতেই লেজ নাড়তে লাগল। তারপর উঠে হাঁটতে লাগল। ঠিকভাবে হাঁটতে পারে না, পায়ে জখম। জখম কীভাবে হলো? মালিক বললেন, মুরগির বাচ্চা খাওয়ায় মুরগির মালিক কোপ দিয়েছেন। চলে আসার সময় দেখলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে মায়ের কাছে এসে আদর নিচ্ছে। দৃশ্যটা খুব মায়াবী লাগল। যখন মুরগির বাচ্চা খেয়েছে, তখন কি মা মুরগিটা সামনে ছিল? আমার কাছে সবচেয়ে নিষ্ঠুর লাগে খাদ্যশৃঙ্খলকে। আমরাও এর অন্তর্ভুক্ত। ছবিটি চট্টগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৪ / ৮
নির্জন গ্রামের পথে ছাতা হাতে এক বৃদ্ধের হেঁটে চলা—নৈঃশব্দ্য আর প্রকৃতির বন্ধনে হারিয়ে যাওয়া এক চিরচেনা দৃশ্য। পূর্বাচল, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আহম্মেদ ইশতিয়াক মাহিন
৫ / ৮
আকাশজুড়ে ভয়ংকর কালো মেঘ জমেছে। ‌এখনই আকাশ কাঁপিয়ে ঝড় হবে। লন্ডভন্ড করবে জনপদের পর জনপদ। ঝড়ের আগের আকাশের এ ছবিটি সম্প্রতি তোলা হয়েছে মুন্সিগঞ্জের মিরাপাড়া থেকে
ছবি: অলিউর রহমান ফিরোজ
৬ / ৮
ঘন জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা এক নয়নাভিরাম ঝর্ণা, যেখানে প্রকৃতির সুর আর সবুজের সমারোহ একাকার। মিরসরাই, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সূর্য দাস
৭ / ৮
মেঘের সৌন্দর্য। খাগান, বিরুলিয়া, সাভার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: স্বাধীন খন্দকার
৮ / ৮
তালপাতার ছাতা। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি এলে এটিই একমাত্র ভরসা। এমন ছবি সত্যিই নস্টালজিক করে দেয়। ছবিটি ভোলার মনপুরা উপজেলার হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা থেকে সম্প্রতি তোলা
ছবি: সীমান্ত হেলাল