মায়ের একটু দূরেই সে শুয়ে ছিল। ছবি তুলতেই লেজ নাড়তে লাগল। তারপর উঠে হাঁটতে লাগল। ঠিকভাবে হাঁটতে পারে না, পায়ে জখম। জখম কীভাবে হলো? মালিক বললেন, মুরগির বাচ্চা খাওয়ায় মুরগির মালিক কোপ দিয়েছেন। চলে আসার সময় দেখলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে মায়ের কাছে এসে আদর নিচ্ছে। দৃশ্যটা খুব মায়াবী লাগল। যখন মুরগির বাচ্চা খেয়েছে, তখন কি মা মুরগিটা সামনে ছিল? আমার কাছে সবচেয়ে নিষ্ঠুর লাগে খাদ্যশৃঙ্খলকে। আমরাও এর অন্তর্ভুক্ত। ছবিটি চট্টগ্রাম থেকে সম্প্রতি তোলাছবি: সঞ্জয় দেবনাথ